বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মত্ত অবস্থায় এক চড়ে মৃত্যু হয়েছে ৩ বছরের ছেলের, আনন্দপুরে শিশু খুনে কবুল বাবার

মত্ত অবস্থায় এক চড়ে মৃত্যু হয়েছে ৩ বছরের ছেলের, আনন্দপুরে শিশু খুনে কবুল বাবার

প্রতিকি ছবি

জেরায় বিজয় জানিয়েছেন, রবিবার বাড়ি বসে মদ্যপান করছিলেন তিনি। তখন শিশুটি বারবার বাথরুমে নিয়ে যাওয়ার জন্য বাবাকে অনুরোধ করতে থাকে। এতেই বিরক্ত হয়ে ওঠেন তিনি। ছেলেকে বাধ্য হয়ে শৌচাগারে নিয়ে যান। এর পর সেখানে রোহনকে টেনে এক চড় কষান বাবা।

কলকাতা লাগোয়া আনন্দপুরে ৩ বছরের শিশুর মৃত্যুতে সত্যি হল দিদিমার সন্দেহ। জেরায় ভাঙে পড়ে শিশুটির বাবা বিজয় বড়াল জানালেন, ছেলে রোহনকে খুন করেছেন তিনিই। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

গত রবিবার আনন্দপুরে একটি আবাসনের ফ্ল্যাটে মৃত্যু হয় ৩ বছরের রোহনের। তখন ফ্ল্যাটে ছিল শুধু রোহন ও তার বাবা বিজয়। রোহনের মা কাজে গিয়েছিলেন। বিজয় স্ত্রীকে ফোন করে জানান, বাথরুমে জল ভর্তি বালতিতে ডুবে মৃত্যু হয়েছে ছেলের। স্থানীয় এক চিকিৎসকের কাছ থেকে ডেথ সার্টিফিকেট জোগাড় করেন তিনি। তাতে চিকিৎসক লেখেন, নিউমোনিয়ায় মৃত্যু হয়েছে শিশুটির। পরদিন তিলজলা হিন্দু করবস্থানে ছেলের দেহ কবর দিয়ে দেন তিনি। এর পর ফ্ল্যাটে তালা দিয়ে স্ত্রীকে নিয়ে চলে যান বিজয়। তাদের সঙ্গে ফোনেও যোগাযোগ করতে পারছিলেন না পরিবারের সদস্যরা। এতেই সন্দেহ দানা বাঁধে মৃত শিশুর দিদার মনে। তিনি আনন্দপুর থানায় বিষয়টি জানান।

অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। খোঁজ শুরু হয় বিজয় ও তার স্ত্রীর। কিন্তু কোনও ভাবেই তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। শনিবার তিলজলা এলাকায় বিজয়ের ফোনের টাওয়ার লোকেশন দেখতে পান তদন্তকারীরা। এর তাকে ও তার স্ত্রীকে নিয়ে যাওয়া হয় আনন্দপুর থানায়। রাতভর জেরায় অভিযুক্ত স্বীকার করে, ৩ বছরের ছেলেকে খুন করেছে সে নিজেই।

পুলিশের দাবি, জেরায় বিজয় জানিয়েছেন, রবিবার বাড়ি বসে মদ্যপান করছিলেন তিনি। তখন শিশুটি বারবার বাথরুমে নিয়ে যাওয়ার জন্য বাবাকে অনুরোধ করতে থাকে। এতেই বিরক্ত হয়ে ওঠেন তিনি। ছেলেকে বাধ্য হয়ে শৌচাগারে নিয়ে যান। এর পর সেখানে রোহনকে টেনে এক চড় কষান বাবা। বাবার চড়ে জ্ঞান হারায় ৩ বছরের শিশুটি। এর পর মৃত্যু হয় রোহনের। দিদিমার অভিযোগ পেয়ে শিশুটির দেহ কবর থেকে তুলতে আদালতে আবেদন জানায় পুলিশ। আবেদন গ্রাহ্য হলে শুক্রবার শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে, শিশুটির দেহে আঘাতের চিহ্ন রয়েছে। তবে সেই আঘাতেই মৃত্যু কি না তা স্পষ্ট করে বলতে পারেননি চিকিৎসক।

এর পর তথ্যপ্রমাণ লোপাট করা শুরু করেন তিনি। স্ত্রীসহ সবাইকে জানান রোহনের মৃত্যু হয়েছে জলের বালতিতে ডুবে। এমনকী ছেলের বুকে তেল মালিশ করে তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন বলেও দাবি করেন। তাকে কম্বলে জড়িয়ে রেখেছিলেন বলেও জানান। দেখান তেলভর্তি বাটি ও কম্বল। ছেলের দেহ সমাধিস্থ করার পর কাঁদতে কাঁদতে সেসব পাশের একটি খালে ফেলে দিয়ে আসেন।

পুলিশ জানিয়েছে, টাকা ১১ ঘণ্টার জেরায় অপরাধ কবুল করেছে ধৃত। নষ্ট করা তথ্যপ্রমাণ অনেকটা উদ্ধার করা হয়েছে। ধৃতকে রবিবার আদালতে পেশ করে হেফাজতে নেবে পুলিশ। এই ঘটনায় মৃত শিশুর মা ও ডেথ সার্টিফিকেট দেওয়া চিকিৎসকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলার মুখ খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.