বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ১৮ বছর পরে হারানো মিঠুনের খোঁজ পেলেন বাবা মা, উত্তর দিনাজপুরে যেন রূপকথা

১৮ বছর পরে হারানো মিঠুনের খোঁজ পেলেন বাবা মা, উত্তর দিনাজপুরে যেন রূপকথা

১৮ বছর আগে হারিয়ে গিয়েছিল ছোট্ট মিঠুন। প্রতীকী ছবি

ডালখোলায় এসে সন্তানকে দেখে চিনতে ভুল করেননি বলরাম।জড়িয়ে ধরেন ছেলেকে। চোখের জলে ভেসে যান দুজনেই। ১৮ বছর পরে ফিরে পেলেন সাত রাজার ধন এক মানিক আদরের মিঠুনকে।

এক বছর, দু বছর নয়। ১৮ বছর ছেলের সঙ্গে দেখা হয়নি বাবা মায়ের। ছেলের জন্য হন্যে হয়ে খুঁজেছেন তাঁরা। ছেলেকে ফিরে পাওয়ার আশাও প্রায় শেষ হয়ে গিয়েছিল। আর সেই হারানো ছেলের খোঁজ দিল সোশ্য়াল মিডিয়া। ছেলে যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখন সে ১৫ বছরের কিশোর। সেই ছেলের যখন খোঁজ পেলেন বাড়ির লোকজন, তখন তার বয়স ৩৩ বছর। অনেকটা রূপকথার মতোই শোনাচ্ছে এই ঘটনা।

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের মাটিকুন্ডা গ্রামের বাসিন্দা বলরাম মণ্ডল। ২০০৪ সালে মাত্র ১৫বছর বয়সে বলরাম মণ্ডলের ছেলে মিঠুন মণ্ডল কাজের সন্ধানে বেরিয়ে পড়েছিল। তখন সে বেঙ্গালুরুর দিকে রওনা হয়েছিল বলে খবর। এরপর আর খোঁজ মেলেনি। এরপর শুরু হয় বাবা মায়ের দুঃখের দিন। বেঙ্গালুরুর রাস্তায় ছেলের ছবি দেখিয়ে খোঁজ করেছেন বাবা। বিভিন্ন স্টেশনেও তারা ঘুরে বেড়াতেন ছেলের ছবি নিয়ে। একটা সময় মনের দুঃখে উত্তর ২৪ পরগনায় বাস করতে শুরু করেন দম্পতি।

এদিকে ডালখোলার চাকুলিয়া সীমান্ত এলাকার সাহাসপুরে এক যুবককে এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখে কেমন যেন সন্দেহ হয় বাসিন্দাদের। স্থানীয় এক বাসিন্দা এরপর সামাজিক মাধ্যমে মিঠুনের ছবি দেন। আর সেই ছবি দেখে কেমন যেন চেনা চেনা মনে হচ্ছিল কয়েকজনের। এরপরই শুরু হয় যোগাযোগ। শেষ পর্যন্ত বলরামের কাছে খবর যায়, মিঠুনের মতো একজনকে পাওয়া গিয়েছে ডালখোলায়।

এরপর ডালখোলায় এসে সন্তানকে দেখে চিনতে ভুল করেননি বলরাম।জড়িয়ে ধরেন ছেলেকে। চোখের জলে ভেসে যান দুজনেই। ১৮ বছর পরে ফিরে পেলেন সাত রাজার ধন এক মানিক আদরের মিঠুনকে।

 

বন্ধ করুন