বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Crime News: ছেলেকে খুন করে মাটিতে পুঁতে দিয়েছি! ফোন করে জানাল বাবা, উস্থিতে চাঞ্চল্য

Crime News: ছেলেকে খুন করে মাটিতে পুঁতে দিয়েছি! ফোন করে জানাল বাবা, উস্থিতে চাঞ্চল্য

এই জমিতেই শিশুটির দেহ পুঁতে দেওয়া হয়েছিল। (নিজস্ব চিত্র)

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রফিকুল একজন ভ্যান চালক। রোহিত শেখই তাঁর একমাত্র সন্তান। সংসারে অভাব অনটন লেগে থাকায় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।

নিজের ছেলেকে শ্বাসরোধ করে খুন করার পর জমিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। নিকটাত্মীয়কে নিজেই ফোন করে এই খবর জানায় বাবা। এই ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানার দেউলা নাজরার ডোম পাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত বাবা রফিকুল শেখ ঘটনার পর থেকে পলাতক।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে খবর, দেউলা গ্রামের বাসিন্দা রফিকুল শেখ তাঁর ছেলে রোহিত শেখকে (৭) ধান জমিতে নিয়ে গিয়ে খুন করে। তাকে ধান জমিতে পুঁতে দিয়ে পালিয়ে যায়। এই খুনের খবর রফিকুল নিজেই ফোন করে এক নিকটাত্মীয়কে জানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তার পরিবারের লোকজন ধান জমি থেকে শিশুটিকে উদ্ধার করে বানেশ্বরপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় উস্থি পুলিশ। শিশুটির দেহ ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ।

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রফিকুল একজন ভ্যান চালক। রোহিত শেখই তাঁর একমাত্র সন্তান। সংসারে অভাব অনটন থাকায় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অভাবের তাড়নাতে নিজের শিশু সন্তানকে খুন করে পালিয়ে গিয়েছে। তবে এর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। শিশুটির বাবার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

 

বন্ধ করুন