বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > এই গ্রেফতারিতে খুশি নয়, আদালতের নজরদারিতে CBI তদন্ত চাই: আনিসের বাবা

এই গ্রেফতারিতে খুশি নয়, আদালতের নজরদারিতে CBI তদন্ত চাই: আনিসের বাবা

আনিসের বাবা সালেম খান।

এদিন আনিসের বাবা সালেম খান বলেন, সিটের ওপর আমার ভরসা নেই। পুলিশ মেরেছে আবার পুলিশই গ্রেফতার করছে।

ছেলের মৃত্যুর তদন্তে নেমে বুধবারই ১ হোমগার্ড ও ১ সিভিক ভলান্টিয়ারের গ্রেফতারির কথা জানিয়েছে SIT. কিন্তু তাতে খুশি নন নিহত আনিস খানের বাবা। বুধবার বিকেলে সংবাদমাধ্যমকে তিনি স্পষ্ট জানান, আদালতের নজরদারিতে আমি সিবিআই তদন্ত চাই।

এদিন আনিসের বাবা সালেম খান বলেন, সিটের ওপর আমার ভরসা নেই। পুলিশ মেরেছে আবার পুলিশই গ্রেফতার করছে। কারা তাদের খুন করতে পাঠাল তার তদন্ত হওয়া দরকারি তো? সেই জন্যই সিবিআই তদন্ত চাইছি।

তিনি বলেন, আমি আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত চাই। এই গ্রেফতারিতে আমি খুশি নই। আদালতের নজরদারিতে সিবিআই তদন্তে যারা বিচার হবে তাতেই আমি খুশি। এই গ্রেফতারিতে আমি খুশি নই।

বলে রাখি, বুধবার দুপুরে আনিসের মৃত্যুর তদন্তে ১ হোমগার্ড ও ১ সিভিক ভলান্টিয়ারের গ্রেফতারির কথা জানান রাজ্য পুলিশের ডিজি। তিনি জানিয়েছেন, গ্রেফতার করা হয়েছে হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে। ওদিকে এই ঘটনা সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছেন ধৃত কাশীনাথ বেরার স্ত্রীও। তাঁর দাবি, তাঁর স্বামীকে ফাঁসানো হচ্ছে।

 

বন্ধ করুন