উত্তরপাড়ার প্যারীমোহন কলেজের ফেস্ট ঘিরে উত্তেজনা তৈরি হল। গত মঙ্গলবার ছিল ফেস্টের প্রথম দিন। সেদিন কলেজের ছাত্রছাত্রীরা এক জায়গায় দাঁড়িয়েই অনুষ্ঠান দেখছিলেন। কিন্তু সেদিন অপ্রীতিকর ঘটনা ঘটে বলে অভিযোগ। আর তার জেরে পরেরদিন অর্থাৎ বুধবার উদ্যোক্তারা মাঝখানে ব্যারিকেড করে দেন। বলিউডের জনপ্রিয় গায়ক শানের গান শুনতে ব্যাপক ভিড় হয়েছিল। ব্যারিকেড ভেঙে হুড়মুড়িয়ে মাঠে ঢুকতে গিয়ে জখম হন চারজন। এই ঘটনার পরই ব্যারিকেড করে দেওয়া হয়। তাঁদের দু’জনকে উত্তরপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে বুধবার গায়িকা ইমনের অনুষ্ঠানে দর্শকাশনের একদিকে ছিলেন ছেলেরা, অন্যদিকে মেয়েরা। অভিযোগ, সেখানেও বেশকিছু গন্ডগোলের ঘটনা ঘটে। কয়েকজন মদ্যপ ছাত্র তখন ছাত্রীদের আসনের দিকে চলে যায় এবং তাঁদের উত্ত্যক্ত করতে থাকে। তা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল। তারপর এই উত্তেজনারই বিস্ফোরণ ঘটে বৃহস্পতিবার ফেস্টের শেষদিনে। আসেন স্থানীয় কিছু মানুষও।
অন্যদিকে শানের গাড়ি এসে মঞ্চে পৌঁছতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তখন দু’পক্ষের মধ্যে ব্যাপক মারামারি শুরু হয়। চারজনের চোট গুরুতর। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়েই কর্তব্যরত পুলিশকর্মীরা লাঠি উঁচিয়ে তাড়া করেন। এখন অবশ্য সব নিয়ন্ত্রণেই রয়েছে। মাত্রাতিরিক্ত ভিড় হয়ে যাওয়ায় শুরু হয় ঠেলাঠেলি। উত্তরপাড়া গভর্নমেন্ট হাইস্কুলের মাঠে তৈরি মঞ্চে গানের অনুষ্ঠান হয়। সেখানে গান শুরু হতেই গোটা চত্বর জু়ড়ে ভিড়ে ঠাসাঠাসি পরিস্থিতি তৈরি হয়। বাধ্য হয়েই স্কুলের গেট বন্ধ করে দেয় পুলিশ।
উল্লেখ্য, গত জুন মাসে কলকাতার নজরুল মঞ্চের অনুষ্ঠানে প্রয়াত হন বলিউডের গায়ক কেকে। মাত্র ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই বিখ্যাত গায়কের। ওই ঘটনার পরেই নজরুল মঞ্চের অনুষ্ঠানে অতিরিক্ত ভিড় নিয়ে প্রশ্ন উঠে যায়। এবার সেই একই ভিড়ের ঘটনা ঘটল প্যারীমোহন কলেজের ফেস্টে।