বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ভয়াবহ আগুনে ভস্মীভূত হাওড়ার তুলোর গুদাম, ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে নাজেহাল দমকল

ভয়াবহ আগুনে ভস্মীভূত হাওড়ার তুলোর গুদাম, ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে নাজেহাল দমকল

বিধ্বংসী আগুন হাওড়ায় (প্রতীকী ছবি, সৌজন্য হিন্দুস্তান টাইমস)

হাওড়ার বাঁধাঘাটে এক গুদামে ভয়াবহ আগুন লাগত আজ ভোররাতে। জানা গিয়েছে অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছে তুলোর গুদামটি।

হাওড়ার বাঁধাঘাটে এক গুদামে ভয়াবহ আগুন লাগত আজ ভোররাতে। জানা গিয়েছে অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছে তুলোর গুদামটি। এদিকে বাঁধাঘাটের সালকিয়া টেক্সটাইল নামক তিনতলা কারখানাটি যেখানে অবস্থিত, সেই এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে গিয়ে নাজেহাল হন দমকলকর্মীরা। জানা গিয়েছে আগুন নেভাতে সমস্যা তৈরি হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কারখানাটির। কারখানাটির মালাকি সুনীল টিবরেওয়াল। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান।

জানা গিয়েছে, সোমবার ভোর ৩টের পর এই কারখানায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের বিপদের আঁচ পেতেই দমকলকে খবর দেন আশেপাশের মানুষজন। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে দমকল এসে কারখানা বন্ধ অবস্থায় দেখে। তারপর শাটার ভেঙে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্ত্বে আসে।

ঘটনা প্রসঙ্গে দমকল আধিকারিক তপন ঘোষ সংবাদমাধ্যমকে বলেন, 'কারখানায় ঢোকার রাস্তা পাওয়া যাচ্ছিল না। শাটার ভেঙে তবে ঢুকতে পেরেছি কারখানায়। তুলোর গুদাম হওয়ায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল। এখন অবশ্য তা নিয়ন্ত্রণে রয়েছে।' তবে কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। কুলিং ডাউন প্রক্রিয়া সম্পন্ন হলে আগুনের উত্স খোঁজা এবং অগ্নিকাণ্ডের তদন্তে নামবে দমকল।

বন্ধ করুন