লোকাল ট্রেনে আগুন আতঙ্ক। রিপোর্ট অনুযায়ী, আজ সকালে হাসনাবাদ থেকে মাঝেরহাটগামী লোকাল ট্রেনে আগুন লাগার আতঙ্ক দেখা দেয় যাত্রীদের মধ্যে। জানা গিয়েছে, ট্রেনটি যখন সন্ডালিয়া স্টেশন স্টেশনে এসে দাঁড়ায়, তখন আতঙ্কে যাত্রীরা ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে এসে দাঁড়ান। একর জেরে ট্রেনটি বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। অবশ্য এই দুর্ঘটনার জেরে কোনও যাত্রী আহত হননি বলেই জানা গিয়েছে। তবে অল্পের জন্য যাত্রীরা বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বলে মনে করা হচ্ছে। (আরও পড়ুন: ১০০ ঘণ্টার ভোগান্তির পর বালি ব্রিজে চালু ট্রেন-যান চলাচল, স্বস্তিতে অফিসযাত্রীরা)
আরও পড়ুন: 'বিশ্বাসঘাতকতার প্রতিশোধ'! পার্টনারের ২ সন্তানকে খুন করে দেহ ঝুলিয়ে দিলেন বৃদ্ধ
আরও পড়ুন: ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম বাঁধে উদ্বেগ, চিনে গিয়ে বাংলাদেশি উপদেষ্টা বলেন…
জানা গিয়েছে, বেলিয়াঘাটা রোড স্টেশন ছাড়তেই যাত্রীরা ধোঁয়া লক্ষ্য করেন ট্রেনে। এরপর সেটি সন্ডালিয়া স্টেশনে ঢুকতেই যাত্রীরা প্রবল চিৎকার শুরু করেন। এর জেরে চালক ট্রেন দাঁড় করিয়ে দেন। অনেকেই ভয়ে ট্রেন থেকে নেমে যান। সন্ডালিয়া স্টেশনে আতঙ্কের পরিবেশ তৈরি হয় এর জেরে। (আরও পড়ুন: 'কয়েকটা ড্রোন ছেড়ে দিলেই...', বাংলাদেশকে 'মশা-মাছি' বলে আক্রমণ শুভেন্দুর)
আরও পড়ুন: সনাতন হল ভারতের 'জাতীয় ধর্ম', ঐক্যের বার্তা দিতে মন্তব্য যোগী আদিত্যনাথের
এর জেরে প্রায় আধঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে এই লাইনে। বারাসত এবং হাসনাবাদের মধ্যে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে ফের স্বাভাবিক হয় লোকাল পরিষেবা। অভিযোগ, যাত্রীরা মহিলা কামরায় আগুন দেখতে পান। এই ঘটনা প্রসঙ্গে চালকের প্রাথমিক অনুমান, যান্ত্রিক গোলযোগের কারণেই দুই কামরার মাঝে আগুন লেগে থাকতে পারে। (আরও পড়ুন: সামরিক কর্তাদের সফরের পর এবার পাকিস্তানের পথে বাংলাদেশি নৌবাহিনীর জাহাজ)
আরও পড়ুন: ভারতে এই প্রথম কোনও রাজ্যে কার্যকর হল অভিন্ন দেওয়ানি বিধি, বদলাবে কোন সব নিয়ম?
আরও পড়ুন: বন্ধ নিজেদের অনুদান, তবুও ট্রাম্পকে 'ধন্যবাদ' জানাল বাংলাদেশ, ইউনুসের সরকার বলল…
এদিকে ঘটনার কথা জানতে পেরেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় রেলের আধিকারিকরা। রেলের ইঞ্জিনিয়াররা ট্রেনটি পরীক্ষা করে দেখেন। ট্রেনের ব্রেক সিস্টেমে আগুন লেগে যায়। সেই কারণেই এই আগুনের ফুলকি দেখা গিয়েছিল। পরে সেই ট্রেনটি গন্তব্যে পৌঁছেছে ট্রেনটি। এর আগে শিয়ালদা-বনগাঁ লোকাল ট্রেনে আগুন লেগে আতঙ্ক ছড়িয়েছিল। সেই ঘটনায় আপ বনগাঁ লোকাল সংহতি স্টেশনে পৌঁছনোর আগে চাকায় আগুন বের হতে দেখা গিয়েছিল। তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল সেই ঘটনাতেও।