জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিনই ভয়াবহ দুর্ঘটনা। ক্লাবের দোতলায় আচমকাই আগুন লেগে যায়। তাতে একেবারে দাউ দাউ করে জ্বলতে থাকে ঘরটি। ঘরের মধ্য়ে ব্যাটারি ও অন্য সামগ্রী মজুত করা ছিল। তাতে আগুন ধরে যায়। এদিকে সেই আগুনে পুড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর। দমকল তার দেহ উদ্ধার করে। তবে কীভাবে আগুন লাগল তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘরের মধ্য়ে অন্য কোনও বেআইনি দাহ্য বস্তু মজুত করা হয়েছিল কি না তা নিয়ে প্রশ্ন উঠছে।
মৃত ব্যক্তির নাম দিলীপ রায়। তার বয়স ৫২ বছর। এদিকে দমকল তার দেহটি উদ্ধার করে। দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কৃষ্ণনগরের বউবাজার এলাকার একটি ক্লাবে আগুন লাগে। মণ্ডপ ও দোতলার ঘরে আগুন লেগে যায়। ওই ঘরের মধ্যেই পুড়ে মৃত্যু হয় ওই ব্যক্তির।
সূত্রের খবর আমরা সবাই ক্লাবে বিসর্জনের ঠিক আগেই আগুন লাগে।দমকল অনেক ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু আগুন লাগল কীভাবে, সেটা খতিয়ে দেখছে দমকল। তবে ঘরে দাহ্য পদার্থ ছিল। সেকারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘরের মধ্য়ে ঝলসে যান ওই ব্যক্তি। পরে তার দেহ উদ্ধার করা হয়।