বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > শালিমার–পুরী আপ ধৌলি এক্সপ্রেসে আগুনের আতঙ্ক, ট্রেন থামতেই নেমে পড়লেন যাত্রীরা

শালিমার–পুরী আপ ধৌলি এক্সপ্রেসে আগুনের আতঙ্ক, ট্রেন থামতেই নেমে পড়লেন যাত্রীরা

ট্রেন থেকে ধোঁয়া বের হচ্ছে। নিজস্ব ছবি।

এদিন সকালে শালিমার থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় আপ ধৌলি এক্সপ্রেস। আন্দুল স্টেশন পার করে কিছুটা যাওয়ার পরে সরস্বতী নদী উপরে ১৭ নম্বর রেল ব্রিজের কাছে ট্রেনটিতে থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সেই সময় ট্রেনের তৃতীয় কামরার নিচ থেকে ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। এরপরে ট্রেনটি দাঁড়িয়ে যায়। 

শালিমার–পুরী আপ ধৌলি এক্সপ্রেসে আগুনের আতঙ্ক ছড়াল। আজ সোমবার সকালে হাওড়ার আন্দুল স্টেশন পার হয়ে যাওয়ার কিছুটা পরেই ট্রেনের একটি কামরার নিচ থেকে ধোঁয়া বের হতে শুরু করে। সেই সঙ্গে আগুনের স্ফুলিঙ্গও দেখা গিয়েছে। তা দেখার পর দাঁড়িয়ে যায় ট্রেনটি। এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়।  অনেক যাত্রী ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন। তবে গুরুতর সমস্যা নয় বলেই জানিয়েছে রেল। সমস্যার সমাধান হয়ে যাওয়ার পর আবার ট্রেনটি গন্তব্যস্থলের দিকে রওনা দেয়। 

আরও পড়ুন: Train Fire kills Passengers: ট্রেনে লাগল ভয়াবহ আগুন, মৃত্যু অন্তত ১০ যাত্রীর, গুরুতর আহত ২০

জানা গিয়েছে, এদিন সকালে শালিমার থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় আপ ধৌলি এক্সপ্রেস। আন্দুল স্টেশন পার করে কিছুটা যাওয়ার পরে সরস্বতী নদী উপরে ১৭ নম্বর রেল ব্রিজের কাছে ট্রেনটিতে থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সেই সময় ট্রেনের তৃতীয় কামরার নিচ থেকে ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। এরপরে ট্রেনটি দাঁড়িয়ে যায়। খবর পেয়ে সেখানে পৌঁছন রেল পুলিশ এবং রেলের আধিকারিকরা। ট্রেনটি থেমে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক তীব্র হয়ে ওঠে। বহু যাত্রী প্রাণভয়ে ট্রেন থেকে নেমে পড়েন। এই ঘটনার পর স্থানীয়রা সেখানে ছুটে যান। প্রাথমিকভাবে রেলের আধিকারিকদের ব্রেক শু চাকায় আটকে গিয়েছিল। যার ফলে চাকার সঙ্গে ঘর্ষণ লাগার ফলে ধোঁয়া নির্গত হচ্ছিল। তবে আধ ঘণ্টার মধ্যে ইঞ্জিনিয়াররা ব্রেক শু মেরামত করেন। পরে পুনরায় ট্রেনটি পুরীর উদ্দেশ্যে রওনা দেয়। এই ঘটনায় রেলের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা জানানা, ‘ট্রেন ধোঁয়া থেকে বের হতে আমরা সেখানে ছুটে যায়। যাত্রীরা ট্রেন থেকে আতঙ্কে নেমে আসছিলেন। আমরা তাদের বলি আতঙ্কের কিছু নেই। পরে রেল কর্তৃপক্ষ আসে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনওরকম বিপদজনক ঘটনা ঘটেনি।’ উল্লেখ্য, ধৌলি এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা এই প্রথম নয়। এর আগেও পুরী–হাওড়া ধৌলি এক্সপ্রেস আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেই সময় ওড়িশার সোরো রেল স্টেশনের কাছে আগুন লাগে ট্রেনের ডি-১ কামরায়। সেবারও কোনও রকমের দুর্ঘটনা ঘটেনি। এদিনের ঘটনায় দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধরি জানিয়েছেন, ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেনি। ধোঁয়া বের হচ্ছিল। ব্রেক বাইন্ডিংয়ের কারণে  এরকম হয়েছে। এটা সাধারণ বিষয়। যাত্রীরা সকলেই নিরাপদে আছেন। পুনরায় ট্রেনটি গন্তব্যস্থলে  রওনা দিয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

বোনাস দিলেও DA বাড়ল না আজ! কবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সুখবর পাবেন? চিংড়ি খেতে ভালোবাসেন? শরীরের উপর কী প্রভাব ফেলে জানেন? দেখে নিন বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিল কেন্দ্র, ‘গবেষণাপত্র পাঠিয়েছিলাম,’ লিখলেন মমতা 'এখন তো ভালো কাজ করলেও ভোট পাওয়া যায় না!' আক্ষেপ মোদীর মন্ত্রীর হুমড়ি খেয়ে পড়তেন ক্যানসার আক্রান্ত হিনা, বাঁচালেন কার্তিক! চোখ জল ভক্তদের পুজোর দিনে পোলাও তো বানান, এই বছর বানাবেন নাকি এই ভিন্ন স্বাদের পোলাওগুলি? দেবকে দেখে চোখে জল শুভশ্রীর! প্রেমের ‘সিলসিলা’ নিয়ে প্রশ্ন কুণালের, জবাব নায়কের সূচনা হয়ে গেল রাঢ় বাংলার দুর্গাৎসবের! বর্ধমানে সর্বমঙ্গলার ঘট প্রতিষ্ঠিত হল আজ কংগ্রেস ও মাদক পাচারকারীদের মধ্যে কীসের এত সম্পর্ক? প্রশ্ন তুলল বিজেপি উইন্ডিজ ক্রিকেটের দীর্ঘমেয়াদী কেন্দ্রীয় চুক্তিতে ৯ জন! তালিকায় তিন মহিলা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.