আগুন লাগল হলদিয়ার চরে নোঙর করা ভেসেলে। খবর পেয়ে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ও বিমান। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে খবর।
সোমবার সকালে কন্টেনার বহনকারী ভেসেল এক্সপ্রেস গোদাবরীতে ধোঁয়া দেখা যায়। দ্রুত সেখানে পৌঁছায় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ আমোঘ এবং ডর্নিয়ার বিমান। শুরু হয় আগুন নেভানোর কাজ। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আপাতত জাহাজের কুলিং অফ করা হচ্ছে। অর্থাৎ ঠান্ডা করার কাজ চলছে। সূত্রের খবর, ঘটনাস্থলে তিনটি জাহাজ ও একটি ডর্নিয়ার বিমান পাঠানো হয়েছে। ডর্নিয়ার বিমানের মাধ্যমে পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বহনকারী ভেসেলটি মালয়েশিয়ার কেলাংয়ে দাঁড়িয়েছিল। সেটির গন্তব্য ছিল কলকাতা।
একটি টুইটবার্তায় উপকূলরক্ষী বাহিনীর তরফে বলা হয়েছে, 'কন্টেনার বহনকারী জাহাজ এক্সপ্রেস গোদাবরীতে আগুন নিয়ন্ত্রণের জন্য দ্রুত ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ও বিমান কাজে লাগানো হয়েছে। ১৫৫ মিটারের সেই ভেসেলটি হলদিয়ার চরে নোঙর করা ছিল। তাতে ৫০৬ টি কন্টেনার আছে এবং ১৫ জন জাহাজকর্মী আছেন। তাঁদের মধ্যে চারজন ভারতীয়।'