বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘সিবিআই দিয়ে তদন্ত করলেই কি তা নিরপেক্ষ হবে?’ আনিস খুনের তদন্ত প্রসঙ্গে ফিরহাদ

‘সিবিআই দিয়ে তদন্ত করলেই কি তা নিরপেক্ষ হবে?’ আনিস খুনের তদন্ত প্রসঙ্গে ফিরহাদ

সাংবাদিকদের মুখোমুখি ফিরহাদ হাকিম। নিজস্ব ছবি।

তাঁর বক্তব্য, পুলিশের মধ্য থেকেই সিবিআই অফিসার নিয়োগ হন। সুতরাং সিট দিয়ে তদন্ত করলে সঠিক তথ্য বের হবে বলে তিনি মনে করেন।

‘সিবিআই তদন্ত হলেই যে নিরপেক্ষ তদন্ত হবে তার কোনও মানে নেই। সিবিআই হল কেন্দ্রের তোতা পাখি।’ মুর্শিদাবাদে পুরভোটের প্রচারে গিয়ে আনিস খান খুনে সিবিআই তদন্তের দাবি প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘সিবিআই তদন্ত করলে কি নিরপেক্ষ হবে! এটা আমার কথা নয় এটা আদালতের কথা যে সিবিআই হল সেন্ট্রাল গভর্মেন্টের তোতা পাখি। সিবিআই হলেই কি একেবারে ধোয়া তুলসী পাতা! সিবিআই অফিসার স্বর্গ থেকে এসেছেন তা নয়।’

তাঁর বক্তব্য, পুলিশের মধ্য থেকেই সিবিআই অফিসার নিয়োগ হন। সুতরাং সিট দিয়ে তদন্ত করলে সঠিক তথ্য বের হবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, ‘সিটে টপ মোস্ট অফিসাররা রয়েছেন। সত্যটা উদঘাটন হবেই। বরং সিবিআইকে দিয়ে তদন্ত করালে পক্ষপাতিত্ব হয়।’ এর উদাহরণ টেনে তিনি বলেন, ‘যে কারণে একই কেসে আমার উপর আঘাত এসেছে। কিন্তু শুভেন্দুর ওপর আসেনি। সিবিআই করলেই যে সব ঠিক হয়ে যাবে তা হয় না। সেই কারণে নিরপেক্ষ তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনই করবে। কারণ গণতন্ত্রে বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দোষীকে শাস্তি দিতে হবে, ধরতে হবে। আমরা সেই নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ।’

অন্যদিকে, আগামী রবিবার মুর্শিদাবাদ সহ ১০৮ পুরসভায় ভোট রয়েছে। পুরভোটকে কেন্দ্র করে কংগ্রেস প্রার্থীদের তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার পাশাপাশি সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শুধু অধীর চৌধুরীই নয়, অন্যান্য কংগ্রেস নেতারাও এই অভিযোগে সরব হয়েছেন। এদিন সেই অভিযোগ নস্যাৎ করে পাল্টা কংগ্রেসকেই আক্রমণ করেছেন কলকাতা ফিরহাদ হাকিম।

তিনি বলেন, ‘কংগ্রেসের পায়ের তলায় মাটি নেই তাই সন্ত্রাস সন্ত্রাস করছে। নাচতে না জানলে উঠোন বাঁকা। চারিদিকে তৃণমূলের জয়জয়কার। কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর, চন্দননগর সব জায়গায় মানুষ তৃণমূলকে আশীর্বাদ করছে। আর মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেও ভোট দিয়ে তৃণমূল কংগ্রেস প্রায় সব আসনে জিতেছে। আমরা সন্ত্রাসের পক্ষে নয়।’

বাংলার মুখ খবর

Latest News

KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.