বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ভর সন্ধ্যায় ডায়মন্ড হারবারে চলল গুলি, গোষ্ঠীদ্বন্দের তত্ত্ব মানতে নারাজ তৃণমূল

ভর সন্ধ্যায় ডায়মন্ড হারবারে চলল গুলি, গোষ্ঠীদ্বন্দের তত্ত্ব মানতে নারাজ তৃণমূল

প্রতীকি ছবি

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ ডায়মন্ড হারবার পুর এলাকার ১২ নম্বর ওয়ার্ডের রেল কলোনিতে গুলির আওয়াজ পান স্থানীয়রা।

ভর সন্ধ্যায় গুলি চলল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার শহরে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ১ যুবক। যুবকের নাম বিশাল শিকারি নামে ওই যুবক তাদের কর্মী বলে দাবি তৃণমূলের। অভিযুক্তরাও তৃণমূলকর্মী বলে দাবি এলাকাবাসীর।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ ডায়মন্ড হারবার পুর এলাকার ১২ নম্বর ওয়ার্ডের রেল কলোনিতে গুলির আওয়াজ পান স্থানীয়রা। দেখেন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন বিশাল শিকারি নামে এক স্থনীয় যুবক। গুলি লেগেছে তাঁর পায়ে। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।

গুলি কারা চালিয়েছে তা স্পষ্ট না হলেও অভিযুক্তরাও তৃণমূলকর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা। ফলে এই ঘটনায় গোষ্ঠীদ্বন্দের সমীকরণ তৈরি হয়েছে। তবে তৃণমূলের দাবি, অভিযুক্তরা দুষ্কৃতী। তাদের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। পুলিশ আইনানুগ ব্যবস্থায় নেবে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। কেন তারা গুলি চালাল তা জানতে আক্রান্ত যুবককেও জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ভর সন্ধ্যায় গুলি চলায় আতঙ্ক ছড়িয়েছে শহরের একাংশে।

 

বন্ধ করুন