বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Abhishek Banerjee: প্রশাসনিক বৈঠক চলাকালীন এক কিলোমিটার মধ্যে চলল গুলি, গ্রেফতার যুবক

Abhishek Banerjee: প্রশাসনিক বৈঠক চলাকালীন এক কিলোমিটার মধ্যে চলল গুলি, গ্রেফতার যুবক

অভিষেক বন্দ্যোপাধ্যায় (ANI)

বৈঠকে অভিষেক ছাড়াও উপস্থিত ছিলেন পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, জেলাশাসক সুমিত গুপ্ত, ডায়মন্ড হারবারের পুলিশ জেলার সুপার ধৃতিমান সরকার-সহ প্রশাসনের একাধিক আধিকারিকেরা।

ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় স্থানীয় রবীন্দ্র ভবনে চলছিল প্রশাসনিক বৈঠক। সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ ছাড়া ওই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক এবং পুলিশের শীর্ষকর্তারা। সেই বৈঠক চলাকালীন আচমকা গুলির শব্দ শুনতে পাওয়া গেল। পুলিশ সূত্রে খবর, রবীন্দ্রভবনের এক কিলোমিটারের মধ্যেই এই গুলি চলে। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৈঠকে অভিষেক ছাড়াও উপস্থিত ছিলেন পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, জেলাশাসক সুমিত গুপ্ত, ডায়মন্ড হারবারের পুলিশ জেলার সুপার ধৃতিমান সরকার-সহ প্রশাসনের একাধিক আধিকারিকেরা। গুলির শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। হাতেনাতে ধরে ফেলে অভিযুক্ত ব্যক্তিকে। এলাকার একটি অনুষ্ঠান বাড়িতেই এই গুলি চলে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অভিযুক্ত যুবক এলাকায় একটি বিয়ে বাড়ি নিমন্ত্রিত ছিল। মত্ত অবস্থায় তিনি বিয়ে বাড়িতে এলেই অশান্তির সূত্রপাত হয়। বচসা থেকে হঠাৎ  আগ্নেয়াস্ত্র বার করে শূন্য গুলি ছোড়ে ওই যুবক।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই পিছনে কোনও নাশকতার উদ্দেশ্য ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও ঘটনার পর স্বাভাবিক ভাবে চলে শেষ হয় অভিষেকের প্রশাসনিক বৈঠক।

বন্ধ করুন