বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Baguiati murder case: অপহরণের পর মুক্তিপণ চেয়ে প্রথম মেসেজ এসেছিল অতনুর বান্ধবীর কাছে

Baguiati murder case: অপহরণের পর মুক্তিপণ চেয়ে প্রথম মেসেজ এসেছিল অতনুর বান্ধবীর কাছে

অতনু দে।

অতনুর বাবা জানিয়েছেন, ‘অতনুর এক বান্ধবীর কাছে প্রথম মেসেজ আসে। তারপর তার বাকি বন্ধুদের কাছে এবং পরে আমরা মেসেজ পাই। বিষয়টি জানতে পেরেই আমরা পুলিশের কাছে অভিযোগ করি।’ অতনুর মামা গোরা বিশ্বাস আবারও পুলিশের গাফিলতির অভিযোগ করেছেন।

বাগুইআটি কাণ্ডে তদন্ত যতই এগোচ্ছে ততই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে। এই ঘটনায় মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী এখনও পলাতক রয়েছে। মূলত তার পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজকে হাতিয়ার করে এগোচ্ছেন তদন্তকারীরা। পুলিশ জানতে পেরেছে, প্রথমে মেসেজ পাঠানো হয়েছিল অতনু দে-র এক বান্ধবীকে এরপর বাকি বন্ধুদেরও মেসেজ পাঠানো হয়েছিল। সর্বশেষে তার পরিবারকে মেসেজ পাঠিয়ে সরাসরি হুমকি দিয়েছিল অপরাধী।

অতনুর বাবা জানিয়েছেন, ‘অতনুর এক বান্ধবীর কাছে প্রথম মেসেজ আসে। তারপর তার বাকি বন্ধুদের কাছে এবং পরে আমরা মেসেজ পাই। বিষয়টি জানতে পেরেই আমরা পুলিশের কাছে অভিযোগ করি।’ অতনুর মামা গোরা বিশ্বাস আবারও পুলিশের গাফিলতির অভিযোগ করেছেন। তিনি জানান, ‘মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে জানিয়েছিলাম। কিন্তু পুলিশ তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেয়নি।’ পরিবারের দাবি যে নম্বর থেকে মেসেজ এসেছিল সেই নম্বরে ফোন করলেও কেউ ফোন ধরে। মেসেজে ছিল, ‘তোর ছেলের বডি পরশু নিয়ে নিস।’

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ওই নম্বর থেকে গত ৩ সেপ্টেম্বর পরপর দুটি মেসেজ এসেছিল। মুক্তিপণ চেয়ে এসএমএস করে আসে গত ৫ সেপ্টেম্বর। অতনুর মা জানিয়েছিলেন তারা টাকা দিতে প্রস্তুত। সেদিনই তারা জানতে পারেন যে বসিরহাট মর্গে রয়েছে অতনুর দেহ। পরের দিন ৬ সেপ্টেম্বর অতনুর দেহ শনাক্ত করেন পরিবারের সদস্যরা। সব মিলিয়ে পুলিশের গাফিলতির দিকেই আঙুল করেছেন পরিবার। অন্যদিকে, মেসেজের ফলে স্বাভাবিকভাবেই স্পষ্ট যে অতনুর মৃত্যুর পরে মুক্তিপণ চেয়ে গিয়েছিল সত্যেন্দ্র।

বাংলার মুখ খবর

Latest News

মহিলা ডাক্তারকে হুমকির অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে! কোথায় ঘটল? Axis, HDFC ব্যাঙ্ককে আর্থিক জরিমানা করল RBI, কারণটা জেনে নিন 'ময়নাতদন্ত করতে দেব না'! চিকিৎসককে হুমকি রোগীর পরিবারের ‘পাবলিক মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবেন কেন?’ নামানো হয়নি নির্দিষ্ট স্টেশনে, প্রৌঢ়ের মৃত্যুতে রেলের গাফিলতি, অভিযোগে বিক্ষোভ অটো-টোটোর দাপটে নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে বহু রুট, পদক্ষেপের আর্জি বাস মালিকদের ২০২৩ বিশ্বকাপ ঘিরে টাকার বৃষ্টি হয়েছে ভারতে, হাজার কোটির প্রভাব অর্থনীতিতে: ICC সুকন্যার জামিনে মুক্তির খবরে নানুরে পাত পেড়ে চলল মাংস-ভাত! উদ্যোক্তা কে? ঘূর্ণাবর্তে ভাসবে বাংলা, ২ জেলায় কাল ভারী বৃষ্টি, শুক্রে ১৪টিতে, কোথায় ঝড় উঠবে? ‘তুমিই আমায় বারবার...’, বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে অর্জুনের বাহুডোরে আবদ্ধ সৃজা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.