বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Fisherman attacked by Tiger: কাঁকড়া ধরার সময় আচমকা ঝাঁপিয়ে পড়ল বাঘ, প্রাণ গেল মৎস্যজীবীর

Fisherman attacked by Tiger: কাঁকড়া ধরার সময় আচমকা ঝাঁপিয়ে পড়ল বাঘ, প্রাণ গেল মৎস্যজীবীর

বাঘের হামলায় মৃত্যু মৎস্যজীবীর। (ছবি সৌজন্যে -টুইটার)

উপেন দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সাতজেলিয়ায় এলাকার বাসিন্দা। শনিবার তিনজন মিলে জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। সে সময় কাঁকড়া ধরতে গিয়ে জঙ্গলের অনেকটাই গভীরে প্রবেশ চলে গিয়েছিলেন উপেন। সেখানেই শিকারের আশায় বসেছিল বাঘটি।

সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে আবারও বাঘের হানায় প্রাণ গেল এক মৎস্যজীবীর। মৃত মৎস্যজীবীর নাম উপেন মন্ডল (৪১)। সুন্দরবনের ঝিলার জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে ওই মৎস্যজীবীর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। এরপরে বাঘটি তাঁকে টেনে নিয়ে যায় গভীর জঙ্গলে। খবর পেয়ে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। কিন্তু, ততক্ষণে উপেনকে বাঁচানো সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উপেন দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সাতজেলিয়ায় এলাকার বাসিন্দা। শনিবার তাঁরা তিনজন মিলে ওই জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। সে সময় কাঁকড়া ধরতে গিয়ে জঙ্গলের অনেকটাই গভীরে প্রবেশ চলে গিয়েছিলেন উপেন। সেখানেই শিকারের আশায় বসেছিল বাঘটি। এরপর আচমকা উপেনের উপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি তাঁকে গভীর জঙ্গলে টেনে নিয়ে চলে যায়। এদিকে, আতঙ্কে ওই জঙ্গল থেকে কোনওভাবে পালিয়ে প্রাণে বাঁচেন উপেনের সঙ্গীরা। তড়িঘড়ি তাঁরা জঙ্গল থেকে ফিরে এসে ব্যাঘ্র প্রকল্পে খবর দেন। খবর পেয়ে বনদফতরের কর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান। জঙ্গলের কিছুটা ভিতরে প্রবেশ করে তাঁরা উপেনের মৃতদেহ উদ্ধার করেন। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে, পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যের মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, পেটের তাগিদে সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে প্রায়ই বাঘের হামলায় মৎস্যজীবীদের মৃত্যুর ঘটনা ঘটে। গত ৬ ফেব্রুয়ারি বাঘের হানায় মৃত্যু হয়েছিল সঞ্জয় চক্রবর্তী নামে এক মৎস্যজীবীর। তিনি মৈপিঠের নগানাবাদ এলাকার বাসিন্দা। ২ মৎস্যজীবীর সঙ্গে কাঁকড়া ধরতে বেরিয়েছিলেন সঞ্জয়বাবু। সেই সময় তাঁর ওপর একটি বাঘ হামলা চালায়। গভীর রাতে তাঁকে মৈপিঠে নিয়ে আসেন বাকি ২ সঙ্গী। সেখানে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রবিবার তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। এছাড়াও, গত ২৪ জানুয়ারি বাঘের হামলায় মৃত্যু হয় এক মৎস্যজীবীর। সুন্দরবনের মেচুয়ার জঙ্গলের কাছ দিয়ে ওই মৎস্যজীবী-সহ আরও দুজন নৌকো নিয়ে যাচ্ছিলেন। সেই সময় নৌকোর পাটাতনের উপর বসেছিলেন ওই মৎস্যজীবী। আচমকা তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। বাকি দুজন মৎস্যজীবী লাঠিসোঁটা নিয়ে তাড়া করতেই ওই মৎস্যজীবীর দেহ ছেড়ে জঙ্গলে ফিরে যায় দক্ষিণরায়। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস মা হচ্ছেন পরিণীতি চোপড়া? জল্পনা উসকাতে অভিনেত্রী লিখলেন, 'ঢিলে পোশাক মানেই...' শততম T20 ম্যাচে একাধিক নজির,NCA-তে দেখেই বুঝেছিলাম বদলে গিয়েছে রিয়ান,বললেন সূর্য ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ ৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য 'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.