বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > উত্তাল বঙ্গোপসাগরে পরপর তিনটি ট্রলারডুবি, ৫ মৎস্যজীবী এখনও নিখোঁঁজ

উত্তাল বঙ্গোপসাগরে পরপর তিনটি ট্রলারডুবি, ৫ মৎস্যজীবী এখনও নিখোঁঁজ

মৎস্যজীবীদের উদ্ধারকাজ চলছে।

আবহাওয়া দফতর ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে লাল সতর্কতা জারি করেছে। আরও কয়েকটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। শনিবারও গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। তবে আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড়ের দিকে চলে যেতে পারে।

ঝোড়ো হাওয়া। সঙ্গে বৃষ্টি। তার মধ্যে সাগরে ট্রলার ডুবি। মোট তিনটি ট্রলার ডুবে গিয়েছে বঙ্গোপসাগরে। আপাতত ৪৫জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু ৫জন মৎস্যজীবীর খোঁজ নেই এখনও। উত্তাল সমুদ্রে কোথায় হারিয়ে গেলেন তাঁরা সেব্যাপারে খোঁজ নিচ্ছেন উদ্ধারকারীরা।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ আগেই তৈরি হয়েছিল।শুক্রবার সকালে তা গভীর নিম্নচাপে পরিণতি হয়। গভীর সমুদ্রে না যাওয়ার জন্য আবহাওয়া দফতর আগেই মৎস্যজীবীদের নিষেধ করেছিল। যারা সমুদ্রে গিয়েছিলেন তাদেরও ফিরে আসার জন্য বলা হয়েছিল। ৭৫ কিমি বেগে প্রবল হাওয়া বইছিল।

ওই ট্রলারগুলিও ফিরে আসছিল। আচমকাই ভোর সাড়ে ৫টা নাগাদ প্রবল হাওয়ায় উলটে যায় ট্রলারগুলি। ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিসারমেন অ্যাসোসিয়েশনের সম্পাদক জয়কৃষ্ণ হালদার জানিয়েছেন, এমভি সত্যনারায়ণ ট্রলারে থাকা পাঁচজন মৎস্যজীবীর খোঁজ মিলছে না। রাত ১০টা পর্যন্ত পাঁচজনের খোঁজ মিলছে না। ১৩জনকে অন্য নৌকায় উদ্ধার করা হয়েছে। তারা লাইফ জ্যাকেট পরেছিলেন। স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগণার কেঁদো দ্বীপের কাছে ট্রলার ডুবি।

উপকূল থেকে প্রায় ২০ কিমি দূরে ছিল একটি ট্রলার। সেটাও ডুবে যায়। প্রচন্ড হাওয়ার জেরে উপকূর রক্ষী বাহিনীর উদ্ধারকাজে সমস্য়া হচ্ছে।

তবে শুক্রবার রাত ৮টা নাগাদ দিঘার কাছে সাইক্লোনটি পেরিয়ে যায়।

এদিকে আবহাওয়া দফতর ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে লাল সতর্কতা জারি করেছে। আরও কয়েকটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। শনিবারও গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।

তবে আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড়ের দিকে চলে যেতে পারে।

বন্ধ করুন