বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বর্ধমানে গেরুয়া শিবিরে ভাঙন, পদ পাওয়ার পরও বিজেপি যুব মোর্চা ছেড়ে তৃণমূলে ৫ নেতা

বর্ধমানে গেরুয়া শিবিরে ভাঙন, পদ পাওয়ার পরও বিজেপি যুব মোর্চা ছেড়ে তৃণমূলে ৫ নেতা

তৃণমূল ও বিজেপি–র পতাকা। ফাইল ছবি

যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদারের পাল্টা অভিযোগ, ‘‌দলের নেতাকর্মীদের পদ দেওয়ার ব্যাপারে বিজেপি–তে সমস্যা রয়েছে। ক্লাস ফাইভ পাস নেতাকে লিগ্যাল কমিটির সদস্য করেছে যুব মোর্চা। যাঁরা এটা মেনে নিতে পারছেন না, যাঁরা ভাল, তাঁরা যোগ দিচ্ছেন তৃণমূলে।’‌

দলে পদ পাওয়ার পর এক সপ্তাহ কাটতে না কাটতেই দলবদল করে তৃণমূলে গেলেন বিজেপি–র বর্ধমান শহরের ৪ নম্বর মণ্ডলের যুব মোর্চার পাঁচ নেতা। শনিবার জেলা যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদারের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিয়েছেন তাঁরা। এ ব্যাপারে রাসবিহারী হালদার জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে শামিল হতে ও যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করার জন্য তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।

তবে ইতিমধ্যে এ ঘটনাকে ঘিরে দুই প্রতিপক্ষের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই যোগদানের ব্যাপারে বিজেপি যুব মোর্চার শহর সভাপতি শুভম নিয়োগীর দাবি, ‘‌ভয় দেখিয়ে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিজেপি–র নেতাদের দলে টানছে তৃণমূল।’‌ এদিকে, যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদারের পাল্টা অভিযোগ, ‘‌দলের নেতাকর্মীদের পদ দেওয়ার ব্যাপারে বিজেপি–তে সমস্যা রয়েছে। ক্লাস ফাইভ পাস নেতাকে লিগ্যাল কমিটির সদস্য করেছে যুব মোর্চা। যাঁরা এটা মেনে নিতে পারছেন না, যাঁরা ভাল, তাঁরা যোগ দিচ্ছেন তৃণমূলে।’‌

শনিবার বর্ধমানের বেড় মোড়ে এক অনুষ্ঠানে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন বিজেপি যুব মোর্চার শহরের ৪ নম্বর মণ্ডলের সহ সভাপতি অমিত অধিকারী, সম্পাদক শুভদীপ হাজরা, যুব মোর্চার ৪ নম্বর মণ্ডলের সদস্য নেপালবাউল দাস, বুথ সভাপতি সুপ্রভাত চট্টোপাধ্যায় ও লিগাল কমিটির সদস্য শেখ বাপন। তাঁরা তৃণমূলে যোগদান করে অভিযোগ করেছেন, বিজেপি–তে সম্মান নেই। যোগ্য পদ পাওয়া যায় না। যদিও স্থানীয় বিজেপি যুব মোর্চার নেতা শুভম নিয়োগী জানিয়েছেন, তৃণমূলের অনেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁরা যে কোনও সময় বিজেপি–তে যোগ দিতে পারেন।

বাংলার মুখ খবর

Latest News

লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.