আবার বিপত্তি লোকাল ট্রেনে। হাওড়া-বর্ধমান মেইন লাইনের বৈদ্যবাটি স্টেশনে ট্রেনের প্যান্টোগ্রাফে আচমকা আগুন লাগে বলে খবর। রবিবার দুপুরে ডাউন ব্যান্ডেল লোকালের প্যান্টোগ্রাফে আচমকা আগুনের ফুলকি দেখা যায়। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্য়ে আতঙ্ক ছড়ায়।
বৈদ্যবাটী স্টেশনে ট্রেন থামতেই অনেকেই ট্রেন থেকে নেমে পড়েন। তবে রেল কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলার জন্য দ্রুত ব্যবস্থা নেয়।
সূত্রের খবর, ৩৭২৪৮ ডাউন ব্যান্ডেল লোকাল ব্যান্ডেল স্টেশন থেকে ছেড়েছিল। এরপর হাওড়ায় পৌঁছনর আগেই বৈদ্যবাটি স্টেশনে ট্রেনটি দাঁড়ানোর পরে যাত্রীরা দেখতে পান যে প্যান্টোগ্রাফ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। এরপর যাত্রীরা চিৎকার শুরু করে দেন। এক নম্বর প্লাটফর্মে ট্রেনটি ছিল। এদিকে রবিবার ট্রেনটিতে যাত্রী সেভাবে ছিল না। তবে দ্রুত অনেকেই ট্রেন থেকে নেমে পড়েন। যাত্রীদের মধ্য়ে প্রবল আতঙ্ক ছড়ায়। ট্রেনটি আধ ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়েছিল। তবে পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেয় রেল কর্তৃপক্ষ। জিরআরপি, আরপিএফ কর্মীরা যাত্রীদের আশ্বস্ত করেন। তবে কী কারণে আগুনের ফুলকি দেখা গেল সেটা পরিষ্কার নয়। যান্ত্রিক কোনও ত্রুটি থেকে এটা হয়েছিল কি না সেটা দেখা হচ্ছে।
এদিকে যাত্রীদের একাংশের দাবি, লোকাল ট্রেনে হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। সেব্যাপারে খেয়াল রাখা দরকার। ট্রেনের যন্ত্রাংশ ঠিকঠাক রয়েছে কি না সেটা দেখা অত্যন্ত দরকার।
এদিকে বাংলার পাশাপাশি বিশাখাপত্তনমেও এদিন রেলে বিপত্তি হয়। বিশাখাপত্তনম স্টেশনে রেলের খালি কোচে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে। জানা গিয়েছে, ১৮৫১৭ কোরবা- বিশাখাপত্তনম এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে। সকাল ১০ টা নাগাদ এই ঘটনা ঘটে যায়। ট্রেনটি বিশাখাপত্তনম স্টেশনে দাঁড়িয়েছিল। সেখানেই হঠাৎ ট্রেনের খালি কোচে এই আগুন ধরে। বেশ কিছু রিপোর্টের দাবি, তিনটি বগিতে আগুন লেগেছে। তবে হতাহতের কোনও খবর নেই।
ট্রেনটি সকাল ৬.৩০ মিনিটে বিশাখাপত্তনম স্টেশনে আসে বলে খবর। এরপর, ট্রেনের কোচগুলি প্ল্যাটফর্ম নম্বর ৪ এ দাঁড় করানো ছিল। জানা গিয়েছে, সকাল ১০ টা নাগাদ সেই ট্রেনের খালি কোচে আগুন লাগে। ট্রেন থেকে আগুন বের হতে দেখেই একজন জানায় রেল কর্তৃপক্ষকে। সূত্রের দাবি, বেলা ১০ টা নাগাদ বি-৭ কোচে আগুন লাগে। সেই সময়ই একজন দেখে, তা জানিয়ে দেয় রেল কর্তৃপক্ষকে। জানা গিয়েছে, বি-৭ থেকে আগুন ছড়িয়ে যায় বি ৬ এও। এছাড়াও ট্রেনের এম১ কোচেও লাগে আগুন। তবে গোটা ঘটনায় ট্রেনের ক্ষতি হলেও, হতাহতের খবর নেই।