বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > নাগাড়ে বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে বানভাসী ঘাটাল, মানুষের পাশে এসে দাঁড়ালেন সাংসদ দেব

নাগাড়ে বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে বানভাসী ঘাটাল, মানুষের পাশে এসে দাঁড়ালেন সাংসদ দেব

ঘাটালে বন্যা পরিস্থিতিতে দেব

ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করতে সাংসদ হিসাবে ফিরে আসা দেবের। সেই কাজ চলছে জোরকদমে। তার মধ্যেই বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষজন ত্রিপল এবং ত্রান পেলেন কিনা তার খোঁজ নিয়েছেন দেব। কারণ মানুষ এখন জলবন্দি। জলমগ্ন এলাকা পরিদর্শন করেন দেব। পরিদর্শনের পর এলাকার প্রশাসনিক প্রধানদের সঙ্গে বৈঠক করেন।

ডিভিসির মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ আরও বাড়ানো হল। আজ, মঙ্গলবার বেলা ১১টা নাগাদ ডিভিসি সূত্রে খবর, মাইথন থেকে ১ লক্ষ ৭০ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ৭০ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। ব্যাপক পরিমাণে জল ছাড়ার ফলে গ্রামীণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। নাগাড়ে বৃষ্টির সঙ্গে ডিভিসির ছাড়া জল বানভাসী পরিস্থিতি তৈরি করেছে। তার জেরে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। এই দু্র্যোগের সময় ঘাটাল পৌঁছে গিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ দেব।

এই ডিভিসির জল ছাড়া নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ ডিভিসি না জানিয়েই জল ছেড়ে দিয়েছে বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ। তার ফলে বর্ধমান, ঘাটাল, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি প্লাবিত হয়ে গিয়েছে। সোমবার কেশপুর, কলাগ্রাম, দাশপুর–সহ নানা এলাকা পরিদর্শন করেন দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব। আর তাঁকে দেখতেও এই বানভাসী পরিস্থিতিতে ভিড় জমান সাধারণ মানুষ। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘাটালের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে প্রশাসন এমন পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত বলে জানান।

আরও পড়ুন:‌ চলন্ত ট্রেনে বিশ্বকর্মা পুজো, মন্ত্র পাঠ থেকে প্রসাদ বিতরণ, ১৮ বছর ধরে একই আবেগ চলছে

ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করতেই সাংসদ হিসাবে ফিরে আসা দেবের। সেই কাজ চলছে জোরকদমে। তার মধ্যেই এমন বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে। তাই মানুষজন ত্রিপল এবং ত্রান পেলেন কিনা তার খোঁজ নিয়েছেন দেব। কারণ মানুষ এখন জলবন্দি। একাধিক জলমগ্ন এলাকা পরিদর্শন করেন দেব। পরিদর্শনের পর এলাকার প্রশাসনিক প্রধানদের সঙ্গে বৈঠক করেন দেব। ডিভিসি থেকে আরও জল ছাড়া হতে পারে আশঙ্কা করেই চিন্তায় পড়েছেন ঘাটালের সাংসদ। তিনি জানান, এই পরিস্থিতি তাঁর কাছে একটা মানসিক চাপ। কারণ ইতিমধ্যেই যে জল ছাড়া হয়েছে তাতে ঘাটালের পরিস্থিতি খুব খারাপ হয়ে পড়েছে।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা–মন্ত্রী–বিধায়ক–সাংসদদের বানভাসী মানুষজনের পাশে গিয়ে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন। তারপর থেকেই সকলে নেমে পড়েছেন। আর দুর্গত মানুষজনকে উদ্ধার করে আশ্রয় শিবিরে রাখা থেকে শুরু করে জামাকাপড় এবং খাবারের ব্যবস্থা করেছেন তাঁরা। এই পরিস্থিতিতে দেব বলেন, ‘‌বন্যার সময় জলের সমস্যা বেশি হয়। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা থাকে। বাড়ি বাড়ি পৌঁছতে না পারলেও এমন জায়গায় থাকব যেখান থেকে সবটা বুঝতে পারব। মানুষকে যেন পরিষেবা দিতে পারি। এই দুর্যোগের মধ্যেও মানুষ যেন বেঁচে থাকার সাহস পায়। এত বেশি বৃষ্টি হচ্ছে বলেই সমস্যা।’‌

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

শুধু লাভের জন্য ব্যবসা করেননি, রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য সৌরভ সহ অন্যান্যদের ‘‌অপরাধ করলে যথাযথ শাস্তি হোক’‌, থ্রেট কালচার নিয়ে বিস্ফোরক দাবি করলেন কুণাল TRP: ছক্কা রাঙামতি তীরন্দাজের, নম্বর বাড়ল অনুরাগের ছোঁয়ার, কথা-ফুলকি কত নম্বরে? ৩.২ কোটি গ্রাহকের তথ্য অনলাইনে বিক্রি করে স্টার হেলথ? মুখ খুলল সংস্থা টেস্টে এখনও দ্রুততম ত্রিশতরান বীরুর! প্রথম চারে দুবারই সেহওয়াগ!পিছনে হেডেন,ব্রুক ‘‌বাংলায় ন্যায়ের জন্য লড়াই জারি থাকবে’‌, দুর্গাপুজোয় কলকাতা এসে বার্তা নড্ডার সেলেব হয়েও অন্যান্য নতুন মায়েদের মতোই বাচ্চা সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন দীপিকা! টেনিস থেকে অবসর ঘোষণা নাদালের, নভেম্বরেই শেষবার কোর্টে…অবসান ফেডেরার-রাফা যুগের… উত্তরপ্রদেশে অটুট থাকবে INDIA, ভাঙনের জল্পনায় জল ঢেলে কংগ্রেসকে বার্তা অখিলেশের ১০,০০০ টাকা আয়ের উপর ৪৩ লক্ষ টাকার ট্যাক্স! কীভাবে হল এই ঘটনা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.