বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Food poisoning Death: খাদ্যে বিষক্রিয়া,কুলতলিতে ইফতার পার্টির খাবার খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ শতাধিক

Food poisoning Death: খাদ্যে বিষক্রিয়া,কুলতলিতে ইফতার পার্টির খাবার খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ শতাধিক

অসুস্থদের অধিকাংশকে স্থানীয় কুলতলী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

অসুস্থদের অধিকাংশকে স্থানীয় কুলতলী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কেন্দ্র সূত্রে খবর প্রায় দেড়শ জনকে স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছিল।

খাদ্যে বিষক্রিয়ার জেরে প্রাণ গেল কিশোরীর। অসুস্থ হয়ে পড়েন অন্তত শতাধিক। এই ঘটনাকে কেন্দ্র দক্ষিণ ২৪ পরগনার কুলতলির পাখিরালা গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত কিশোরীর নাম হাফিজা সর্দার (১১)। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গ্রামে একটি ধর্মীও অনুষ্ঠানে খাওয়া-দাওয়া করার পরই অসুস্থ হয়ে পড়েন নিমন্ত্রিতরা। ভোররাত থেকে শরীর খারাপ করতে শুরু করে। বাসিন্দারা জানিয়েছেন, অসুস্থদের মধ্যে বেশির ভাগ শিশু।

অসুস্থদের অধিকাংশকে স্থানীয় কুলতলী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কেন্দ্র সূত্রে খবর প্রায় দেড়শ জনকে স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছিল। এর ৩০ জনকে পর্যবেক্ষণে রাখা হয়। তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বারুইপুর মহাকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে হাফিজা। তাঁর আত্মীয় আবু বক্কর সর্দার বলেন,'ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে সেখানাকার খাবার খায় হাফিজা। ভোররাত থেকে তার শরীর খারাপ হতে শুরু করে। প্রথমে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে হাফিজাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথেই তাঁর মৃত্যু হয়।'

(পড়তে পারেন। গৃহবধূর ছবি কলগার্ল হিসাবে ফেসবুকে ভাইরাল, নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের)

এই পরিস্থিতিতে এলাকার স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান, তাদের বেডের সংখ্যা ৩০। পরিকাঠামো অনুযায়ী সবার চিকিৎসা করা হয়েছে।

খবর পেয়ে এলাকায় যান কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল। তিনি বলেন,'এখানে একটি ইফতার পার্টি ছিল। সেখানে খাবার জল বা খাবার থেকে বিষক্রিয়া হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। অনুষ্ঠান বাড়ির জল ও খাবার পরীক্ষা জন্য পাঠানো হয়েছে।'

বাংলার মুখ খবর

Latest News

বেশি কফি খেয়ে ক্ষতি করছেন না, বরং দীর্ঘজীবী হচ্ছেন, কীভাবে জানেন Ireland Women বনাম England Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? আরজি কর-কাণ্ডে ডাক্তার আন্দোলনের নামে টাকা তোলার প্রতারণা! সাবধান করল স্বস্তিকা 'যে ডাক্তার সুপ্রিম কোর্টকে অবমাননা করে সেই ডাক্তার দেশদ্রোহী' বহুতল থেকে ঝাঁপ, আত্মহত্যা! কিন্তু আদপে কে ছিলেন মালাইকা অরোরার বাবা অনিল অরোরা? বিবাহিত হয়েও লিভ-ইন করছেন? নীতি পুলিশের হাত থেকে রক্ষা করতে রায় হাইকোর্টের ‘স্ট্যাচু অফ ইউনিটিতে ফাটল, ভেঙে যেতে পারে!’ গুজব ছড়ানোয় মামলা দায়ের পুলিশের ছোটবেলায় বাবার ২য় বিয়ে! বাড়ন্ত বয়সে ধর্মেন্দর সঙ্গে কেমন সম্পর্ক, জবাব ববির আরজি কর নিয়ে মা শতরূপা ‘সরকার-বিপক্ষে’! কেন নবান্নে ঋতাভরী, নিজেই জানালেন কারণ সিমলায় উত্তেজনা! মসজিদের অবৈধ নির্মাণের অভিযোগ ঘিরে বিক্ষোভ, পুলিশি লাঠিচার্জ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.