বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ছাগলের টোপে খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ, স্বস্তি মালবাজারে

ছাগলের টোপে খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ, স্বস্তি মালবাজারে

মালবাজারে ধরা পড়ল চিতাবাঘ (প্রতীকী ছবি )

বাসিন্দাদের দাবি, বাগান সংলগ্ন ঝোপে একেবারে সংসার পেতে ফেলেছিল চিতাবাঘটি

গত মঙ্গলবারই জলপাইগুড়ির মালবাজারের মানাবাড়ি চা বাগান থেকে ধরা পড়েছিল একটি চিতাবাঘ। তার সপ্তাহখানেকের মধ্যেই ফের ওই বাগান থেকেই একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ ধরা পড়ল বনদফতরের পাতা ফাঁদে। স্থানীয় সূত্রে খবর, বছর পাঁচেক ধরে বন্ধ ছিল বাগানটি। সদ্য বাগানটি খুলেছে। কিন্তু পরিচর্যার অভাবে বাগানের বিভিন্ন জায়গায় ঝোপ জঙ্গল হয়ে গিয়েছে। সেই ঝোপের মধ্যেই লুকিয়ে ছিল চিতাবাঘটি। বাগানের নালাতে কয়েকটি বাচ্চাও হয়েছিল তার। এদিকে বাসিন্দাদের দাবি মেনে চিতাবাঘ ধরতে ফাঁদ পাতে বনদফতর। ছাগলের টোপ দেওয়া হয় ফাঁদের ভেতর। সেই ছাগলের লোভেই ফাঁদে এসে ধরা পড়ে চিতাবাঘটি।

শ্রমিকদের একাংশের দাবি গত কয়েকদিন ধরেই বাগান পরিষ্কারের কাজ হচ্ছে। এদিকে ওই বাগানের ঝোপের মধ্যেই বাসা বেঁধেছিল চিতাবাঘগুলো। এনিয়ে শ্রমিকদের মধ্যেও আতঙ্কও ছড়িয়েছিল। তবে শেষ পর্যন্ত পর পর দুটি চিতাবাঘ ধরা পড়ায় কিছুটা স্বস্তিতে শ্রমিকরা। কিন্তু বাগানের অন্য কোনও জায়গায় ঘাপটি মেরে বসে নেই তো আর কোনও চিতা? এনিয়ে কিছুটা হলেও সংশয়ে বাগানের লোকজন। তবে বনদফতর জানিয়েছে গোটা বিষয়টি দেখা হচ্ছে। মালবাজার ওয়াইল্ড লাইফ স্কোয়াডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চিতাবাঘটিকে উদ্ধারের ব্যবস্থা করা হয়েছে। লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে চিতাবাঘটিকে নিয়ে যাওয়া হয়েছে। 

 

বন্ধ করুন