বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Tornado in Sundarban: টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণের আশ্বাস জ্যোতিপ্রিয়র

Tornado in Sundarban: টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণের আশ্বাস জ্যোতিপ্রিয়র

সুন্দরবনের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক  নিজস্ব ছবি।

সুন্দরবনের বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছ ভেঙে পড়েছিল রাস্তায়। একাধিক বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বেশ কয়টি গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এর পরেই সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো স্থানীয় তৃণমূল নেতা শেখ আযান সহ অন্যান্য নেতাদের সহায়তায় ত্রাণের ব্যবস্থা করেন।

গত সপ্তাহে মাত্র ৩০ সেকেন্ডের টর্নেডো ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল উত্তর ২৪ পরগনার সুন্দরবনের সন্দেশখালি ১ নম্বর ব্লকের সরবাড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। আজ সেই সমস্ত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এলাকা পরিদর্শন করে তিনি ক্ষতিগ্রস্তদের সাহায্য করার পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলেন। ক্ষতিগ্রস্তদের আগামী ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে এদিন জানান মন্ত্রী।

মাত্র ৩০ সেকেন্ডের বিধ্বংসী টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় শতাধিক বাড়ি। সুন্দরবনের বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভ গাছ ভেঙে পড়েছিল রাস্তায়। একাধিক বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বেশ কয়টি গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এর পরেই সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো স্থানীয় তৃণমূল নেতা শেখ আযান সহ অন্যান্য নেতাদের সহায়তায় ত্রাণের ব্যবস্থা করেন। যাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে তারা বর্তমানে এলাকায় একটি স্কুলে আশ্রয় নিয়েছেন। তাদের দুবেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে।

আজ এলাকা পরিদর্শন করে বনমন্ত্রী বলেন, ‘কতগুলি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিয়ে আমরা একটি তালিকা তৈরি করেছি। পুরোপুরি ভেঙে পড়েছে ৬০টি বাড়ি এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৫০টি বাড়ি। একটি মন্দিরও ভেঙে পড়েছে।’ সেটি ১০-১৫ দিনের মধ্যে তৈরি করে দেওয়া হবে বলে মন্ত্রী জানিয়েছেন। এছাড়াও অনেকেই ত্রিপল দেওয়া হচ্ছে আরও ত্রিপল দেওয়া হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, ‘সমস্তটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে হচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়ের পরে মুখ্যমন্ত্রী বারবার আমাদের এই এলাকা পরিদর্শন করতে বলেছিলেন।’

একইসঙ্গে, তিনি বামফ্রন্টকে আক্রমণ করে বলেন, ‘বাম অলে আমরা দেখেছি টর্নেডো হলে ওরা কোনও গুরুত্ব দিতো না। ওরা বলতো এসব এলাকার লোক বুঝে নেবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন।’ তিনি আশ্বস্ত করেছেন, যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারের নিয়ম অনুযায়ী তারা ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ পেয়ে যাবেন।

বাংলার মুখ খবর

Latest News

‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ? হবে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা, এরই মধ্যে দক্ষিণবঙ্গে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.