বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Buddhadeb recited Gayatri Mantra: সেদিন 'গায়ত্রী মন্ত্র পাঠ করেছিলেন বুদ্ধবাবু', পুরনো স্মৃতিচারণ রামকৃষ্ণ আশ্রমের

Buddhadeb recited Gayatri Mantra: সেদিন 'গায়ত্রী মন্ত্র পাঠ করেছিলেন বুদ্ধবাবু', পুরনো স্মৃতিচারণ রামকৃষ্ণ আশ্রমের

'গায়ত্রী মন্ত্র পাঠ করেছিলেন বুদ্ধবাবু', পুরনো স্মৃতিচারণ নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের স্বামী অমৃতানন্দের। (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

কমিউনিস্ট ছিলেন। সেই বুদ্ধদেব ভট্টাচার্য নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমে গিয়ে গায়ন্ত্রী মন্ত্র পাঠ করেছিলেন বলে জানালেন স্বামী অমৃতানন্দ। ২০০৩ সালের আশ্রমে গিয়েছিলেন বুদ্ধদেববাবু। তাঁর দাদু কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য পুরোহিত ছিলেন।

বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আবেগপ্রবণ হয়ে পড়লেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের স্বামী অমৃতানন্দ। তাঁদের আশ্রমে এসে বুদ্ধবাবু কী করেছিলেন, তাও জানালেন। তিনি বলেন, ‘একবার সুন্দরবনের এই প্রান্তে যখন এসেছিলেন, শ্রীরামকৃষ্ণ আশ্রম নিমপীঠে তাঁকে দেখার সৌভাগ্য হয়েছিল। একটি ব্যতিক্রমী ঘটনার আমরা সাক্ষী হয়েছিলাম। তিনি যখন মন্দিরে প্রবেশ করেছিলেন, তখন ঠাকুর, মা, স্বামীজিকে স্মরণ করেছিলেন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করেছিলেন। উনি তো একটু ভাবধারার (মানুষ ছিলেন)। তাই সেই ঘটনা দেখে আমরা একটু অবাক হয়েছিলাম। আনন্দও পেয়েছিলাম।’

স্বামী অমৃতানন্দ জানান, দক্ষিণ ২৪ পরগনার কুলতলির নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের সঙ্গে বুদ্ধবাবুর গভীর যোগাযোগ ছিল। সুন্দরবন এলাকার কোনও প্রয়োজন নিয়ে যখনই বুদ্ধবাবুর কাছে যাওয়া হত, তখনই উনি সাহায্য করতেন। স্বামী অমৃতানন্দের কথায়, ‘উনি বিশেষ খেয়াল রাখতেন। ওঁনার সঙ্গে আশ্রমের বিশেষ যোগাযোগ ছিল।’ 

আরও পড়ুন: Buddhadeb Bhattacharya: বুদ্ধদেব ভট্টাচার্যের দেহদান হবে কলকাতার হাসপাতালে, চক্ষুদান পর্ব শেষ

২১ বছর আগে নিমপীঠ আশ্রমে গিয়েছিলেন বুদ্ধবাবু

২০০৩ সালে একদিনের দক্ষিণ ২৪ পরগনার সফরে গিয়ে ব্যস্ত সূচির মধ্যে থেকে সময় বের করে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন সন্তান সুচেতন (তখন তাঁর পরিচিতি ছিল সুচেতনা হিসেবে)। জুতো খুলে সন্তানের সঙ্গে পরমহংসদেবের মূর্তির কাছে গিয়েছিলেন বুদ্ধবাবু। ওই দৃশ্য দেখে সেইসময় অনেকে বলেছিলেন যে পশ্চিমবঙ্গের কমিউনিস্ট মুখ্যমন্ত্রী কিছুক্ষণের জন্য পুরোহিত কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের নাতি হয়ে গিয়েছেন।

আরও পড়ুন: Buddhadeb Bhattacharya: 'আমরা ২৩৫ ওরা ৩০,' বুকে লাল পতাকা, আজীবন সৎ বুদ্ধবাবু রেখে গেলেন শূন্য সিপিএমকে

তারপর কমিউমিস্ট সত্ত্বা এবং ধর্ম নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে বুদ্ধদেববাবু বলেছিলেন, 'আমি কমিউনিস্ট হতে পারি। কিন্তু আমি এটা ভুলতে পারি না যে আমার দাদু কৃষ্ণচন্দ্র (ভট্টাচার্য) ধর্মীয় লেখা লিখেছিলেন এবং তিনি একজন পুরোহিত ছিলেন।' সেইসঙ্গে তিনি বলেছিলেন, 'আমি মানবিকতার ধর্মে বিশ্বাস করি।'

বুদ্ধদেববাবুর শেষযাত্রা

বৃহস্পতিবার সকাল ৮ টা ২০ মিনিট নাগাদ শেষনিঃশ্বাস ত্যাগ করেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজ তাঁর মরদেহ পিস ওয়ার্ল্ডে রাখা হচ্ছে। তারপর শুক্রবার বুদ্ধবাবুর শেষযাত্রা হবে। শেষযাত্রায় বুদ্ধবাবুর মরদেহ কোথায় কোথায় নিয়ে যাওয়া হবে, তা দেখে নিন -

১) পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশে রওনা: সকাল ১০ টা ৩০ মিনিট।

২) বিধানসভা ভবন: সকাল ১১ টা থেকে সকাল ১১ টা ৩০ মিনিট।

৩) মুজফ্ফর আহমেদ ভবন: বেলা ১২ টা থেকে দুপুর ৩ টে ১৫ মিনিট।

৪) দীনেশ মজুমদার ভবন ৩.৩০-৩.৪৫ মিনিট।

৫) দীনেশ মজুমদার ভবন থেকে দেহদানের জন্য রওনা: দুপুর ৩ টে ৪৫ মিনিট।

৬) নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে দেহদান - বিকাল ৪ টে।

আরও পড়ুন: Buddhadeb Bhattacharya: একটা ধুতি- পাঞ্জাবিতেই শিলিগুড়ি, ট্রেনের জেনারেল কামরায় সফর, বুদ্ধদেবের স্মরণে অশোক ভট্টাচার্য

বাংলার মুখ খবর

Latest News

আরব দেশে ঘুরে বেড়াচ্ছে জন আব্রাহামের যমজ ভাই! কে আসল, কে নকল? ভিরমি খাবেন আপনি অবশেষে কর্মবিরতি তুলছেন জুনিয়র ডাক্তাররা! কবে কাজে ফিরবেন? অবস্থান উঠবে আগেই ‘দেখে তো মনে হচ্ছে অপুষ্টি শিকার…’, ক্লিভেজ দেখিয়ে ছবি দিতেই ট্রোলের মুখে নুসরত অশ্বিনের প্রতিটি শট উঠে দাঁড়িয়ে উপভোগ করছেন! দর্শক আসনে বসে থাকা এই বৃদ্ধা কে? 2011 WCup-'শতরানের পর কিভাবে সেলিব্রেট করব ভাবছিলাম'!এখনও আক্ষেপ যাচ্ছে না গৌতির ইস্টবেঙ্গলের হয়ে খেলার ছাড়পত্র পেলেন আনোয়ার! নামতে পারেন রবিবার কেরলের বিপক্ষে… ‘‌স্বাস্থ্যভবনে পাহাড়প্রমাণ দুর্নীতি হয়েছে’‌, নথি তুলে একগুচ্ছ অভিযোগ শুভেন্দুর সপ্তমী হয়ে উঠুক জমজমাট, দুর্গাপুজোয় বাড়িতে বানিয়ে ফেলুন আমিষ পোস্ত পিতৃপক্ষে বিশেষ যোগ, এই ১৫ দিনে পিতৃদের কৃপায় ৫ রাশির জীবন থেকে সব বাধা হবে দূর মদের বোতল পিছু ২০ টাকা বাড়তি! ক্রেতা সেজে অসাধু ব্যবসায়ীকে জরিমানা জেলাশাসকের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.