রাজ্য পুলিশকে আরও শক্তিশালী করতে চান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে কথা বারবার নানা প্রশাসনিক বৈঠকে বলেছেন মুখ্যমন্ত্রী। তাই পুলিশ কর্তাদের নিজের দলের হয়ে রাজনীতির ময়দানে নামিয়েছেন। আর প্রশাসনিক শীর্ষ পদেও বসিয়েছেন। ডেববার তৃণমূল কংগ্রেস বিধায়ক পুলিশ কর্তাই ছিলেন। নাপরাজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে সুরজিৎ করপুরকায়স্থ প্রশাসনে আছেন। আমলারাও তাঁর প্রশাসনে ভাল পদে আছেন। এবার রাজ্য পুলিশের লিগ্যাল অ্যাডভাইসার নিয়োগ করলেন মুখ্যমন্ত্রী। তাও একজন পুলিশ কর্তাকে।
এই পুলিশ কর্তা ছিলেন আইপিএস অফিসার। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়েছিলেন তিনি। তারপর যোগ দেন তৃণমূল কংগ্রেসে। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে মালদা উত্তরে কেন্দ্রে প্রার্থীও হন। তবে জিততে পারেননি। কিন্তু তখন থেকে তৃণমূল কংগ্রেসের আস্তিনে এই তাস রেখে দেওয়া হয়েছিল। যা এবার বের করা হল। এবার রাজ্য পুলিশের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত করা প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। গতকাল সোমবার থেকে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। যিনি দুঁদে অফিসার।
আরও পড়ুন: অনেক কথা বলেছেন এবার শুধু শুনবেন, ছক পাল্টে নয়া সার্কুলার পাঠিয়েছে সিপিএম
একদিকে দুঁদে অফিসার। অপরদিকে আইনটা ভাল জানেন। লোকসভা নির্বাচনের আগে স্বেচ্ছাবসর নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। রায়গঞ্জ রেঞ্জের আইজি ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। মালদা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়ে ব্যাপক প্রচার করে ছিলেন তিনি। পুলিশের কাজ তিনি এত ভাল করে জানেন যে, কোনও ফাঁকফোকর তাঁর কেরিয়ারে ছিল না। প্রসূন বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করার একদিন পরই প্রার্থী হন। সুতরাং এই পুলিশ অফিসার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ ছিলেন তিনি। আর তাঁকে সামনে নিয়ে এসে রাজ্য পুলিশকে শক্তিশালী করছেন।
এই পুলিশ অফিসার লোকসভা নির্বাচনে বিজেপির খগেন মুর্মুর কাছে হেরে যান। তবে গোটা জেলা তিনি ভাল করে চেনেন। প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় এবার থেকে রাজ্য পুলিশের মামলাগুলি দেখবেন। পরামর্শ দেবেন। এমনকী কোন ক্ষেত্রে কেমন পদক্ষেপ করা দরকার তাও বাতলে দেবেন তিনি। তার ফলে রাজ্য পুলিশ কোনও সমস্যায় পড়বে না। লোকসভা নির্বাচনের ৬ মাস পর এবার রাজ্য পুলিশের লিগ্যাল অ্যাডভাইজার হলেন প্রাক্তন এই আইপিএস অফিসার।