অপরাধমূলক কাজ করার জন্য জড়ো হয়েছিল কয়েকজন দুষ্কৃতী৷ গোপন সূত্রে খবর পৌঁছে যায় পুলিশের কাছে। তার পর শুরু হয় অপারেশন। ওই দুষ্কৃতীদের হাতেনাতে পাকড়াও করা হয়। সংখ্যায় তারা চারজন। আর তাদের কাছ থেকে উদ্ধার হয় অস্ত্র৷ এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হয়৷
ঠিক কী ঘটেছে বাগদায়? স্থানীয় সূত্রে খবর, এই এলাকায় অস্ত্র–সহ চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে৷ গ্রেফতার হওয়া চারজন দুষ্কৃতীর নাম বাবু মণ্ডল, পলাশ মণ্ডল, রফিকুল মণ্ডল, এবং রফিক মণ্ডল৷ প্রত্যেকেরই বাড়ি বাগদা থানা এবং পেট্রাপোল থানা এলাকায়৷ ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র–সহ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ৷
পুলিশ কী তথ্য পেয়েছে? বাগদা থানা সূত্রে খবর, বুধবার রাতে চারজন দুষ্কৃতী অপরাধ করতে ঘাটপাতিলা এলাকায় জড়ো হয়৷ তাদের সঙ্গে ছিল আগ্নেয়াস্ত্র–সহ কয়েক রাউন্ড গুলি৷ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে যাওয়ায় সেখানে হানা দেয়৷ তখনই ধরা পড়ে যায় বাবু মণ্ডল, পলাশ মণ্ডল, রফিকুল মণ্ডল এবং রফিক মণ্ডল। এরা কাউকে অপহরণ করার ছক কষেছিল বলে প্রাথমিক অনুমান।
তারপর ঠিক কী হল? আজ, বৃহস্পতিবার চারজনকেই বনগাঁ মহকুমা আদালতে তোলে পুলিশ৷ কয়েক মাস ধরেই এই এলাকায় অস্ত্র উদ্ধার হচ্ছিল। তাছাড়া বাগদা সীমান্তবর্তী জেলা হওয়ায় আগ্নেয়াস্ত্র পাচারের চক্র এখানে সক্রিয় হয়ে উঠেছিল। সেটা পুলিশ অনেকটা মোকাবিলা করেছিল। আরেই চারজন গ্রেফতার হওয়ায় মূল মাথার নাগাল পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ। এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ৷