রথের মেলায় ঘটল দুর্ঘটনা। নাগরদোলার বেল্ট ছিঁড়ে আহত হলেন চারজন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির রসুলপুরে। আহতদের মেমারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তবে বড়সড় বিপদ ঘটেনি বলেই স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, রসুলপুরে প্রতিবছর রথযাত্রা উপলক্ষ্যে মেলা অনুষ্ঠিত হয়। কোভিডের কারণে গত দু'বছর সেভাবে রথযাত্রা পালিত হয়নি। ফলে মেলাও বন্ধ ছিল। তবে এই বছর মেলা চলছে। মেলাকে কেন্দ্র করে এ দিন সকাল থেকেই সেখানে প্রচুর মানুষের ভিড় ছিল। সন্ধ্যার পরে ভিড় আরও বাড়তে শুরু করে।
রথের মেলায় নাগরদোলা চড়া নিয়ে বিশেষ উৎসাহ থাকে মানুষের মধ্যে। গতকাল সন্ধ্যায় নাগরদোলায় চড়ে ছিলেন বেশ কয়েকজন। কিন্তু নাগরদোলা ঘুরতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই বেল্ট ছিঁড়ে যায় এবং বেশ কয়েকজন মাটিতে ছিটকে পড়েন।
তাঁদের মধ্যে চারজন আহত হয়েছেন। তবে তাঁদের আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পরে সকলকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে সকলে সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তবে নাগরদোলাটি আরও জোরে ঘুরতে শুরু করলে সেক্ষেত্রে বড়সড় বিপদে ঘটতে পারত বলেই আশঙ্কা স্থানীয়দের। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ। এদিকে, নাগরদোলাটির বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে সকলকে নিরাপদে নামিয়ে আনা হয়।