বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Cyber crime in Purba Medinipur: চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণা

Cyber crime in Purba Medinipur: চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণা

ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেওয়ার নাম করে প্রতারণা। প্রতীকী ছবি। (HT_PRINT)

পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বাসিন্দা প্রসেনজিৎ বিহারি অনলাইনে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে প্রতারিত হয়েছেন। তাঁর অভিযোগ, আমরি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য ২২ মার্চ ইন্টারনেট সার্চ করেন। সেখানে একটি ওয়েবসাইটে আমরি হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসকের নাম খুঁজে পান।

অনলাইনের ব্যবহার যত বাড়ছে ততই সাইবার প্রতারণাও বেড়ে চলেছে। কখনও ঋণ পাইয়ে দেওয়ার নামে, কখনও বা টিকিট বুকিংয়ের নামে সাইবার প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ। এবার অনলাইনে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠল। এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে প্রায় লক্ষাধিক টাকা প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুরের হলদিয়া থানায় ওই ব্যক্তি প্রতারণার অভিযোগ জানিয়েছেন। এছাড়া, কলকাতাতেও এই ধরনের বেশ কয়েকটি অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বাসিন্দা প্রসেনজিৎ বিহারি অনলাইনে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে প্রতারিত হয়েছেন। তাঁর অভিযোগ, আমরি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য ২২ মার্চ ইন্টারনেট সার্চ করেন। সেখানে একটি ওয়েবসাইটে আমরি হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসকের নাম খুঁজে পান। সেখানে ফোন নম্বর দেওয়া ছিল। সেই নম্বরে তিনি ফোন করেন। যদিও সেই সময় কেউ ফোন ধরেনি। পরে একটি মোবাইল নম্বর থেকে ফোন আসে প্রসেনজিতের কাছে। ফোনের ওপারের ব্যক্তি প্রসেনজিৎ বাবুকে জানান চিকিৎসকের অ্যাপোয়েন্টমেন্ট পাওয়ার জন্য ইউপিআইয়ের মাধ্যমে ১০ টাকা পাঠাতে হবে। যদিও সেই সময় টাকা পাঠাতে পারেননি প্রসেনজিৎ বাবু। পরের দিন সকালে দেখেন তাঁর অ্যাকাউন্ট থেকে ১ টাকা কাটা যায়। তারও পরে জানতে পারেন তাঁর অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৬ হাজার টাকা গায়েব হয়ে গিয়েছে। এরপর প্রতারিত হয়েছেন বুঝতে পেরে প্রথমে তিনি আমরি হাসপাতালে ফোন করেন। কিন্তু, সেখানে জানিয়ে দেওয়া হয় কোনও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়নি। ঘটনায় তিনি হলদিয়া থানায় অভিযোগ জানান।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ১৫ থেকে ১৬ জন এই ধরনের অভিযোগ নিয়ে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছেন। এভাবে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে তাঁরা প্রতারিত হয়েছেন। ইতিমধ্যে হাসপাতালের তরফ থেকেও কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ধরনের প্রতারণা যে কোনও প্রতিষ্ঠানের ক্ষেত্রে হতে পারে। এর জন্য রোগী এবং রোগী পরিবারের সদস্যদের সচেতন থাকতে বলা হয়েছে। পাশাপাশি হাসপাতালের তরফে এই ধরনের সাইবার ক্রাইম রোধে জোর দেওয়া হচ্ছে। হাসপাতালে লাগানো হচ্ছে ব্যানার, পোস্টার প্রভৃতি। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

অন্য ডিগ্রি দেওয়া থাকলেও হবে! ২০২২-র প্রাথমিক টেট নিয়ে বড় নির্দেশ দিল হাইকোর্ট 'তাদের শিবির থেকেই অডিয়ো লিক...', কলতানের গ্রেফতারির পর ফের সরব কুণাল অচিরেই থামছে রন্ধনে বন্ধনের সফর, ফিরছে রান্নাঘর! সঞ্চালনায় ফের সুদীপা? নারকো টেস্টে 'না', কাউকে কি বাঁচাচ্ছে আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয়? পিতৃপক্ষে ভুল করেও করবেন না এই ভুল, নচেৎ ভবিষ্যৎ প্রজন্মকে ভুগতে হবে এর ফল টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়ে পছন্দের ভারতীয় খাবারের নাম বললেন মর্নি মর্কেল আগে কুণালকে গ্রেফতার করা উচিত ছিল, একযোগে সরব বাম - বিজেপি করম পুজো কী? কারা করেন এই পুজো? এর ইতিহাস এবং মাহাত্ম্য চমকে দেওয়ার মতোই গালওয়ান সহ ৪ জায়গা থেকে সরেছে সেনা, ডোভালের সঙ্গে বৈঠকের পর বড় দাবি চিনের ঋ-র কথার দাম নেই! ক্ষোভ উগরে অভিনেত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন রচনা-পুষ্পিতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.