এবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। মতুয়া ঠাকুর মন্দিরে পুজো দিতে গিয়ে বিক্ষোভের জেরে মূল মন্দিরে প্রবেশ করতে পারেননি অভিষেক। পাশের ছোট মন্দিরে পুজো দেন। পরে শান্তনু ঠাকুরকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক বলেন, প্রতি তিন মাস অন্তর ঠাকুর বাড়িতে আসবেন। তিনি মন্দির চত্বর ছাড়তেই তার পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন শান্তনু।
মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন,'বনগাঁর মানুষ কখনও অন্যায়কে সহ্য করেনি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ঠাকুরকে নিয়ে কটুক্তি করেছেন। ওরা ভেবেছে মতুয়ারা অবলা। মতুয়ারা বোকা কিছু বোঝেনা। এটাই অভিষেকের পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে। এখান থেকে পতন শুরু হল।'
অভিষেকের চ্যালেঞ্জ প্রসঙ্গে শান্তনু বলেন,'অবশ্যই তিনি ঠাকুরবাড়িতে আসবেন। কিন্তু ঠাকুরবাড়িতে গুন্ডা পাঠাবেন না, পুলিশ পাঠাবেন না। ভক্তদের মেরে হাসপাতালে ভর্তি করাবেন না। এখানে ছ-ছখানা বিধায়ক হয়েছে। আমি তো চ্যালেঞ্জ দিয়ে করেছি এগুলো।'
এ দিন পুজো দেওয়ার পর ঠাকুর বাড়ি চত্বরে দাঁড়িয়েই অভিষেক বলেন,'উনি যে বাড়িতে থাকেন সেখানে জলের ব্যবস্থা মমতা করে দিয়েছেন। যে রাস্তা দিয়ে হেঁটে তৃণমূলকে চমকাচ্ছেন সেই রাস্তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের করে দেওয়া। ভিড় ভেঙে ঢুকতে চাইলে মাত্র পাঁচ মিনিট লাগবে। ধর্মকে সামনে রেখে রাজনীতি করছেন শান্তনু ঠাকুর। মতুয়া-মাটিকে কালিমা লিপ্ত করা হচ্ছে। আমার কোনও রাজনৈতিক কর্মসূচি ছিল না। আমি পুজো দিতে এসেছিলাম।'