বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > প্রকাশ্যে এল BJP-তে যোগদানকারীদের পূর্ণ তালিকা, রয়েছে একের পর এক চমক

প্রকাশ্যে এল BJP-তে যোগদানকারীদের পূর্ণ তালিকা, রয়েছে একের পর এক চমক

শনিবার কলকাতায় অমিত শাহ।  (PTI)

নাম রয়েছে তৃণমূলের সংখ্যালঘু সেলের একাধিক নেতার।

মেদিনীপুর কলেজ মাঠে অমিত শাহের শনিবারের সভা কার্যত পরিণত হতে চলেছে যোগদান মেলায়। দীর্ঘ জল্পনার পর ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে যোগদানকারীদের দীর্ঘ তালিকা। সেই তালিকায় সাংসদ, বিধায়ক থেকে জেলা পরিষদ সদস্য কেউ বাদ নেই। এমনকী নাম রয়েছে তৃণমূলের সংখ্যালঘু সেলের একাধিক নেতার।

এদিন বিজেপির তরফে যে তালিকা সংবাদমাধ্যমের হাতে এসেছে তাতে রয়েছে অন্তত ৯ জন বিধায়কের নাম। এছাড়া রয়েছেন বেশ কয়েকজন প্রাক্তন বিধায়ক। তালিকা অনুসারে বিজেপিতে যোগ দিচ্ছেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল ও আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকে। 

বিধায়কদের তালিকায় সবার ওপরে রয়েছে শুভেন্দু অনুগামী কাঁথি উত্তরের বিধায় বনশ্রী মাইতির নাম। এর পর রয়েছে হলদিয়ার সিপিআইএম বিধায়ক তাপসী মণ্ডল, তমলুকের সিপিআই বিধায়ক অশোক দিন্দা, পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়, কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, বর্ধমান পূর্বর তৃণমূল বিধায়ক সৈকত পাঁজা, বারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত, গাজোলের তৃণমূল বিধায়ক দীপালি বিশ্বাস, নাগরাকাটার তৃণমূল বিধায়ক শুক্রা মুন্ডার নাম। 

এছাড়া তালিকায় নাম রয়েছে বাঁকুড়ার তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম। আগেই তৃণমূল থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তালিকায় রয়েছেন তৃণমূলের পদত্যাগী নেতা কর্নেল দীপ্তাংশু চৌধুরী, আলিপুর দুয়ারের তৃণমূল নেতা আশিস দত্ত ও বাপ্পা মজুমদার, উত্তর দিনাজপুরের তৃণমূল নেতা কার্তিক পাল ও প্রফুল্ল বর্মন, দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন বিধায়ক সত্যেন রায়, জেলার তৃণমূল নেতা দেবাশিস মজুমদার, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গোপাল মিশ্র, উত্তর ২৪ পরগনার পানিহাটির কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পুরসভার বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, গুসকরা পুরসভার তৃণমূলের নেতা ও কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়, পুরুলিয়ার তৃণমূল নেতা গৌতম রায়, হুগলি জেলা পরিষদের অধ্যক্ষ সমীরণ মিশ্র, ডানকুনি পুরসভার উপ পুরপ্রধান দেবাশিস মুখোপাধ্যায়, হুগলি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ দত্ত, হুগলি জেলার তৃণমূল নেতা গৌতম মাঝি। 

তালিকায় রয়েছে তৃণমূলের অন্তত ৬ জন সংখ্যালঘু নেতার নাম। তাঁরা হলেন, অধ্যাপক ওইদুল হক, হুলগির প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান, হুগলির তৃণমূল নেতা আলমগির মোল্লা, তৃণমূলের সংখ্যালঘু সেলের পদত্যাগী সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, বীরভূমের তৃণমূল নেতা কারম হোসেন খান। 

এছাড়াও রয়েছেন তৃণমূলের একঝাঁক নেতা, 

মেদিনীপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রণব বসু

পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদ সদস্য অমূল্য মাইতি

ওই জেলারই জেলা পরিষদ সদস্য রমাপ্রসাদ গিরি 

পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের অধ্যক্ষ তপন দত্ত

পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের উপাধ্যক্ষ কাবেরী চট্টোপাধ্যায়

তৃণমূলের কৃষক সেলের জেলা সভাপতি দুলাল মণ্ডল

পশ্চিম মেদিনীপুর তৃণমূলের সাধারণ সম্পাদক স্নেহাশিস চক্রবর্তী

পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা আকাশদীপ সিনহা

ঝাড়গ্রামের তৃণমূল নেতা তন্ময় রায়

দঃ ২৪ পরগনার জেলা পরিষদ সদস্য রঞ্জন বৈদ্য

কাকদ্বীপের জেলা পরিষদ সদল্য দেব মহাপাত্র

পূর্ব মেদিনীপুর তৃণমূলের সাধারণ সম্পাদক সুকুমার দাস

বাংলার মুখ খবর

Latest News

Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস! লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে BJP, হারতে পারেন দিলীপ, মহুয়া: সমীক্ষা আসন্ন নতুন বাংলা বছর ১৪৩০, নাকি ১৪৩১? পয়লা বৈশাখ কবে? রইল নববর্ষের খুঁটিনাটি কাকলির প্রচারে ‘থিম সং’, বানালো তৃণমূল ছাত্র পরিষদ আগে শুধু লেগে মারতাম তারপর...-কীভাবে বোলারদের ত্রাস হয়ে উঠেছেন, জানালেন হেড কিলো কিলো সোনা গায়ে পরতেন ‘বাপ্পিদা’, সেই সমস্ত গয়না এখন কার কাছে আছে জানেন খুঁজে বার করতে হয় ডিম! ইস্টার পালনের নানা অজানা নিয়ম ও তাৎপর্য অনেকেই জানেন না

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.