বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Chakdaha: প্রশাসনের উদ্যোগে পথ দুর্ঘটনায় মৃত ২ বাউল শিল্পীর সৎকার সম্পন্ন হল চাকদায়

Chakdaha: প্রশাসনের উদ্যোগে পথ দুর্ঘটনায় মৃত ২ বাউল শিল্পীর সৎকার সম্পন্ন হল চাকদায়

লোকশিল্পীর দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। এই গাড়িতেই ছিলেন দুই লোক। নিজস্ব ছবি।

উল্লেখ্য, করোনার বাড়বাড়ন্তের সময় কোনও মৃত্যু হলে বাড়িতেই পড়ে থাকতে দেখা গিয়েছে। সেই সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে মৃতদেহ শ্মশানে নিয়ে গিয়ে সৎকার করিয়েছিলেন বিশ্বনাথ। শুধু তাই নয়, পিঠে মেশিন নিয়ে বাড়ি বাড়ি গিয়ে জীবাণুনাশক স্প্রে করেছিলেন তিনি।

গত সোমবার সকালে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় শিলিগুড়ির কাছে জাটিয়াকালিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল নদিয়ার দুই লোকশিল্পীর। যার মধ্যে একজনের নাম বিশ্বনাথ দাস এবং অপর জনের নাম কৃষ্ণ বিশ্বাস। স্থানীয় প্রশাসনের উদ্যোগে বুধবার তাদের দেহ নদিয়ার বাড়িতে ফেরানো হয়। ওইদিনই প্রশাসনের উদ্যোগে তাদের দেহ সৎকার সম্পন্ন হয়। এর মধ্যে বিশ্বনাথের বাড়ি চাকদা পুরসভা এলাকায় এবং কৃষ্ণ বিশ্বাসের বাড়ি রানাঘাটের পায়রাডাঙ্গায়।

স্থানীয়রা জানিয়েছেন, বিশ্বনাথ দাস শুধুমাত্র লোকশিল্পী ছিলেন না, তিনি করোনার সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষের উপকার করেছেন। সেই সুবাদে এলাকার মানুষদের কাছে ভালোবাসার পাত্র ছিলেন এই বিশ্বনাথ দাস। এদিন তাকে বাড়ি ফেরানো হলে তাঁকে দেখতে ভিড় জমে মানুষের। অনেকেই তাঁর মৃত্যু মেনে নিতে পারেননি। কান্নায় ভেঙে পড়তে দেখা যায় বহু মানুষকে। জানা গিয়েছে, বিশ্বনাথের মা-বাবা আগেই মারা গিয়েছেন। তিনি চাকদা পুরসভার সিআইসি মৌমিতা ভট্টাচার্যের ১৬ নম্বর ওয়ার্ডের বাড়িতে থাকতেন। মৌমিতা বলেন, ‘প্রশাসনের কাছে আবেদন জানানোর পরেই তাদের মৃতদেহ নিয়ে আসা হয়। দুজনের দেহ সৎকার হয়েছে।’

উল্লেখ্য, করোনার বাড়বাড়ন্তের সময় কোনও মৃত্যু হলে বাড়িতেই পড়ে থাকতে দেখা গিয়েছে। সেই সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে মৃতদেহ শ্মশানে নিয়ে গিয়ে সৎকার করিয়েছিলেন বিশ্বনাথ। শুধু তাই নয়, পিঠে মেশিন নিয়ে বাড়ি বাড়ি গিয়ে জীবাণুনাশক স্প্রে করেছিলেন তিনি। এছাড়াও, করোনা আক্রান্তদের ওষুধ এবং খাবার সরবরাহ করেছেন। চাকদহ করোনা ভলেন্টিয়ার্সের কর্ণধার সৌমিত্র ভট্টাচার্য জানান, ‘করোনার বাড়বাড়ন্তের সময় মানুষের সাহায্যে কেউ এগিয়ে আসেনি। তখন আমরা এগিয়ে এসেছিলাম। তার মধ্যে একজন ছিলেন বিশ্বনাথ।’ সব মিলিয়ে পরোপকারী এরকম এক মানুষের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা।

বাংলার মুখ খবর

Latest News

শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.