বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Gangasagar Ferry Service: ঘন কুয়াশায় মাঝ সাগরে আটকে গঙ্গাসাগর ফেরত ৫০০ পুণ্যার্থী, অভিযান কোস্ট গার্ডের

Gangasagar Ferry Service: ঘন কুয়াশায় মাঝ সাগরে আটকে গঙ্গাসাগর ফেরত ৫০০ পুণ্যার্থী, অভিযান কোস্ট গার্ডের

ঘন কুয়াশায় মাঝ সাগরে আটকে পড়েন গঙ্গাসাগর ফেরত ৫০০ পুণ্যার্থী 

এর আগে মকর সংক্রান্তির দিন সকালে ঘন কুয়াশার কারণে মিলেনিয়াম পার্ক থেকে বাতিল হয়ে গিয়েছিল ক্রুজ পরিষেবা। ঘন কুয়াশার দাপটে কচুবেড়িয়ার ৮ নম্বর লটেও লঞ্চ এবং ভেসেল পরিষেবা বন্ধ হয়েছিল।

গঙ্গাসাগর থেকে ৫০০ থেকে ৬০০ জন তীর্থযাত্রী নিয়ে রওনা দেওয়া ২টি যাত্রীবাহী ফেরি গত রাত থেকে কুয়াশা ও ভাটার কারণে সাগরে আটকে পড়েছিল। রাজ্য প্রশাসন আটকে পড়া তীর্থযাত্রীদের জন্য ত্রাণ সামগ্রী পাঠায়। পরে ভারতীয় কোস্ট গার্ডের দুটি হোভারক্রাফ্ট সেই ফেরি দুটি উদ্ধারে অভিযান চালায়। প্রসঙ্গত, প্রতিবছর গঙ্গাসাগর মেলা উপলক্ষে রাজ্য এবং ভিন রাজ্যের পূণ্যার্থীরা জলযানে মিলেনিয়াম পার্ক থেকে গঙ্গাসাগরে যান। (আরও পড়ুন: পোখরার পুরনো ও নতুন বিমানবন্দরের মাঝে কেন ভেঙে পড়ল বিমানটি? দেখুন ভিডিয়ো)

জানা গিয়েছে, ২ টি ভেসেল আটকে গিয়েছিল মুড়িগঙ্গা নদীর চড়ায়। বর্তমানে ভেসেল দুটি ঘোড়ামারা দ্বীপের কাছে আটকে রয়েছে। জানা যায়, রবিবার রাতে লট ৮ থেকে ২টি ভেসেল পূর্নার্থী নিয়ে কচুবেড়িয়াতে আসছিল। সেই সময় ঘোড়ামারা দ্বীপের কাছে সেগুলি আটকে যায়। ভাটা শেষ হলে ভেসেল দুটিকে কাকদ্বীপের লট নং ৮-এ নিয়ে আসা হবে জানিয়েছে জেলা প্রশাসন। দুটি ভেসেলেই শতাধিক পুণ্যার্থী রয়েছে বলে জানা যায়। প্রশাসনের পক্ষ থেকে আটকে পড়া পুণ্যার্থীদের খাবার ও পানীয় জল পাঠানো হয়েছে। গতকাল রাত দশটা নাগাদ এই ভেসেলগুলি কচুবেড়িয়া জেটি থেকে ছাড়ে। এরপর ঘন কুয়াশার জেরে মুড়িগঙ্গা নদীতে দিকভ্রষ্ট হয়ে পড়ে ভেসেলগুলি। গভীর রাতে ভেসেলগুলির সন্ধান পায় প্রশাসন। 

এর আগে মকর সংক্রান্তির দিন সকালে ঘন কুয়াশার কারণে মিলেনিয়াম পার্ক থেকে বাতিল হয়ে গিয়েছিল ক্রুজ পরিষেবা। এর জেরে গঙ্গাসাগরে যেতে গিয়ে সমস্যায় পড়েন পুণ্যার্থীরা। কুয়াশার কারণে ক্রুজ পরিষেবা না দিতে পারায় অন্য গাড়িতে করে তাদের পৌঁছে যেতে চেয়েছিল সংস্থা। তাতে রাজি হয়নি পূর্ণার্থীরা। ক্রুজ পরিষেবা বন্ধ হওয়ায় বিক্ষোভ প্রদর্শন শুরু করেছিলেন পুণ্যার্থীরা। ওই সংস্থার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেন যাত্রীরা কিন্তু তারপরও সংস্থা সঙ্গে যোগাযোগ করা যায়নি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিল। পুলিশের তৎপরতায় ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে তারা টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

আরও পড়ুন: জঙ্গিদের জেরা করে মিলল ৩ টুকরো করা মৃতদেহ, ২৬ জানুয়ারির আগে কী ঘটল দিল্লিতে?

এদিকে ঘন কুয়াশার দাপটে কচুবেড়িয়ার ৮ নম্বর লটেও লঞ্চ এবং ভেসেল পরিষেবা বন্ধ হয়েছিল। ঘন কুয়াশার জেরে সকাল থেকে নামখানা–বেনুবন পয়েন্টের লঞ্চ–বাস পরিষেবাও বন্ধ থেকেছে সংক্রান্তির আগে। পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম শনিবার থেকে কাকদ্বীপ লট ৮-এ ছিলেন। পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলও গিয়েছিলেন সেখানে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা, সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়রাও গঙ্গাসাগর মেলার ফেরি পরিষেবার ওপর নজর রেখেছিলেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বন্ধ করুন