গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে ব্যবস্থা রাখা হয়েছিল। আর সেই ব্যবস্থাই এখন কাজে লাগল দেখা গিয়েছে। আজ, রবিবার গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে দুই পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েন। রাজ্য সরকার যে ব্যবস্থা করেছিল তার সাহায্যেই ওই দু’জন পুণ্যার্থীকে এয়ারলিফট করে কলকাতায় নিয়ে আসা সম্ভব হল। কারণ প্রশাসন দ্রুততার সঙ্গে তৎপর হয়ে কাজ করল। এই দু’জনের মধ্যে একজন ভিনরাজ্যের বাসিন্দা। দু’জনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এই পরিস্থিতিতে সাগর এলাকায় প্রাথমিক চিকিৎসা করিয়েই হেলিকপ্টারে করে তাঁদের কলকাতায় নিয়ে আসা হয়। তারপর তাঁদের হাসপাতালেও ভর্তি করা হয়েছে বলে খবর।
গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখানে চিকিৎসা ও সুরক্ষা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে। কোনও পুণ্যার্থীর যাতে কোনওরকম অসুবিধা না হয় তার জন্য থাকা, খাওয়া থেকে শুরু করে যাতায়াতের মসৃণ ব্যবস্থা রাখা হয়েছে। আর জেলা প্রশাসন সূত্রে খবর, উত্তরপ্রদেশের বারাবাঁকি থেকে গঙ্গাসাগরে পুণ্যস্নানের জন্য এসেছিলেন ঠাকুর দাস (৭০)। কিন্তু মেলা প্রাঙ্গণেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন সেখানের অস্থায়ী হাসপাতালে আনলে বোঝা যায় স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি। তাই তড়িঘড়ি এয়ার লিফট করে এনে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: আবার জল ছাড়ল ডিভিসি, বিঘের পর বিঘে আলু চাষের জমি ভেসে গেল হুগলিতে, চাপে কৃষকরা
আজ, রবিবার গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে আর একজন অসুস্থ হয়ে পড়েন। তিনি দক্ষিণ ২৪ পরগনার তালদির বাসিন্দা মহারানি মণ্ডল (৮৫)। তাঁকেও অসুস্থ অবস্থায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। পরীক্ষা করে দেখা যায়, তাঁর সারা দেহে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। কিডনির মারাত্মক সমস্যা দেখা দেয়। তার উপর তিনি অ্যানিমিয়া ও উচ্চ রক্তচাপের রোগী। বৃদ্ধার এই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুততার সঙ্গে তাঁকে এয়ারলিফট করে কলকাতায় হয়। তাঁকেও আজ এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পর পর এই ঘটনায় প্রমাণ হল, কতটা সক্রিয় জেলা প্রশাসন এবং কেমন ব্যবস্থা রাখা হয়েছে।
এবার গঙ্গাসাগর মেলায় আগের থেকেও ভিড় বাড়তে শুরু করেছে। পুণ্যার্থীরা পুণ্যস্নান করতে এখানে ভিড় জমিয়েছেন। তাই তাঁদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে গঙ্গাসাগর মেলা চত্বরে হাসপাতাল, অ্যাম্বুল্যান্স এবং এয়ারলিফটের ব্যবস্থা রাখা হয়েছে। শুধু তাই নয়, এখানের হাসপাতালগুলিতে শুধু মেলার জন্য ৫১৫টি বেডের ব্যবস্থা রাখা হয়েছে। আইসিইউ’র ব্যবস্থাও রয়েছে। সেখানে থাকছেন পর্যাপ্ত চিকিৎসক, নার্স, প্যারামেডিক্স। এছাড়া এখানে রাখা হয়েছে ১০০টি অ্যাম্বুল্যান্স, চারটি ওয়াটার অ্যাম্বুল্যান্স, ১টি এয়ার অ্যাম্বুল্যান্সেরও। চিকিৎসার সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে।