বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > GangaSagar Mela: গঙ্গাসাগরে কড়া নজরদারিতে একঝাঁক মন্ত্রী, মেলায় অগ্নিপরীক্ষা

GangaSagar Mela: গঙ্গাসাগরে কড়া নজরদারিতে একঝাঁক মন্ত্রী, মেলায় অগ্নিপরীক্ষা

গঙ্গাসাগর মেলা (ANI Photo) (Shyamal Maitra)

পূণ্যার্থীদের পরিবহণ, বিদ্যুৎ পরিষেবা যথাযথ রাখা, দমকলের সব দিক যাতে ঠিকঠাক থাকে সেকারণে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীরাও রয়েছেন। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ও দমকল মন্ত্রী সুজিত বসু একেবারে দফায় দফায় মেলা আয়োজনের নানা দিক খতিয়ে দেখছেন।

বাংলায় বড় ইভেন্ট গঙ্গাসাগর মেলা। দলে দলে পূণ্যার্থীরা ভিড় জমাচ্ছেন গঙ্গাসাগরে। এদিকে সেই মেলাকে ত্রুটিমুক্ত রাখতে একেবারে আদাজল খেয়ে ময়দানে নেমেছে রাজ্য সরকার। আর সেই মেলা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে একঝাঁক মন্ত্রীকে। মেলা পরিচালনার জন্য একেবারে সাগরদ্বীপে দিনরাত নজর রাখছেন মন্ত্রীরা। তবে শুধু কলকাতা বা বাংলার পূণ্য়ার্থীরা নয়। দেশ বিদেশ থেকে পূণ্য়ার্থীরা আসেন গঙ্গাসাগরে। সেই মেলাকে কেন্দ্র করে যাতে কোনওরকম সমস্যা তৈরি না হয় সেটাই নিশ্চিত করার চেষ্টা করছে রাজ্য সরকার।

এদিকে গঙ্গাসাগর মেলা মানেই প্রচুর মানুষের মিলনক্ষেত্র। তবে এতে জনস্বাস্থ্য দফতরের ভূমিকা যথেষ্ট। এক্ষেত্রে গত ১০ জানুয়ারি থেকে মেলা আয়োজনের খুঁটিনাটির উপর নজর রাখছেন দফতরের মন্ত্রী পুলক রায়। কার্যত নাওয়া খাওয়ার সময় নেই। সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরাও রয়েছেন গঙ্গাসাগরে।

এদিকে পূণ্যার্থীদের পরিবহণ, বিদ্যুৎ পরিষেবা যথাযথ রাখা, দমকলের সব দিক যাতে ঠিকঠাক থাকে সেকারণে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীরাও রয়েছেন। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ও দমকল মন্ত্রী সুজিত বসু একেবারে দফায় দফায় মেলা আয়োজনের নানা দিক খতিয়ে দেখছেন। মেলাতে অগ্নিনির্বাক বিধি যাতে মানা হয় সেব্যাপারেও বার বার ঘোষণা করা হচ্ছে। পূণ্যার্থীদের পরিবহণের ক্ষেত্রে সমস্য়া হলেও ক্ষোভ দানা বাঁধতে পারে। সব মিলিয়ে গোটা মেলা জুড়েই যেন মুখ্যমন্ত্রীর নির্দেশিত সুরক্ষাকবচে মুড়ে ফেলা হচ্ছে। তারই সুফল পাবেন পূণ্য়ার্থীরা।

এখানেই শেষ নয় আরও মন্ত্রীরা থাকছেন মেলাতে। লক্ষ্য একটাই, একেবারে ত্রুটিহীন করা হবে মেলাকে। সেজন্য প্রতি মন্ত্রীকে আলাদা করে দায়িত্ব দেওয়া হয়েছে। দফায় দফায় তাঁরা সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন। সমস্ত ব্যবস্থার প্রতি নজর রয়েছে মন্ত্রীদের।

কলকাতার মেয়র তথা পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম শনিবার থেকে কাকদ্বীপ লট ৮ এ থাকছেন তিনি। আসলে কলকাতা সহ বাংলার বিভিন্ন প্রান্তে যারা গঙ্গাসাগরে যাবেন তাঁরা কাকদ্বীপের হারউড পয়েন্ট বা লট ৮ এ যাবেন। তাঁদের সুরক্ষা বা পরিষেবায় যাতে কোনও সমস্যা না হয়ে সেটি দিবারাত্র নজর রাখা হচ্ছে। সিসি ক্য়ামেরার নজরদারি চলছে পুরোদমে। পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলও থাকছেন লট ৮এ। প্রাক্তন মন্ত্রী মন্টুরাম পাখিরাও মেলার ব্যবস্থাপনার ক্ষেত্রে যাতে কোনও ত্রুটি না থাকে সেটা দেখার জন্য় বলা হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বন্ধ করুন