এবার ‘গঙ্গাসাগর সেতু’ গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। যেখানে স্থলভাগের মূল ভুখণ্ডের সঙ্গে জুড়ে যেতে চলেছে সাগরদ্বীপ। এই সেতু আগামী চার বছরের মধ্যে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকারের পূর্ত দফতর। আর এই সেতু তৈরি হয়ে গেলে পুণ্যার্থীদের বিরাট উপকার হবে। আগামী ২০২৯ সালের জানুয়ারি মাসে যখন পুণ্যার্থীরা গঙ্গাসাগর মেলায় আসবেন তখন কলকাতা থেকে সোজা গাড়ি নিয়ে কপিল মুনির আশ্রম পর্যন্ত চলে আসতে পারবেন। তখন ভেসেলে করে আর নদী পার হতে হবে না। ইতিমধ্যেই এই সেতুর কাজ শেষের সময়সীমা বেঁধে দিয়ে দরপত্র জারি করেছে রাজ্য সরকার।
দুই প্রান্তে বিরাজ করছে কাকদ্বীপ এবং কচুবেড়িয়া। মাঝে মুড়িগঙ্গা। এই মুড়িগঙ্গার উপরই চার কিলোমিটার দীর্ঘ ‘গঙ্গাসাগর সেতু’ নির্মাণ হবে। স্বাধীনতার ৭৭ বছর পর এমন ঘটনা ঘটতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই সেতু নির্মাণে কোষাগার থেকে খরচ করবে প্রায় এক হাজার ৪৩৯ কোটি টাকা। তবে এই সেতু গড়ে তোলার কথা ছিল কেন্দ্রীয় সরকারের। তখন কেন্দ্র–রাজ্যের মধ্যে একপ্রস্ত কথা হয়েছিল। ৬ বছর আগে তখন প্রস্তাবিত তাজপুর বন্দরের অংশীদার হবে বলেছিল রাজ্য সরকার। যার বদলে কেন্দ্রীয় সরকারকে এই ‘গঙ্গাসাগর সেতু’ নির্মাণ করে দেওয়ার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে কোনও ইতিবাচক পদক্ষেপ নেয়নি কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ।
আরও পড়ুন: খাস কলকাতায় চালু হয়ে গেল মেয়র’স স্কুল, বাতানুকুল স্মার্ট ক্লাসরুমে আর কী থাকছে?
আর এখন তো সেসব সেগুড়ে বালি। এই গঙ্গাসাগর সেতু তৈরি হয়ে গেলে সাগরদ্বীপের সাধারণ মানুষ এবং প্রত্যেক বছর গঙ্গাসাগর মেলায় আসা বিপুল সংখ্যক পুণ্যার্থীর কষ্ট কমে যাবে। রাজ্যের কোষাগার থেকে তাই টাকা খরচ করে গঙ্গাসাগর সেতু তৈরির সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৩ সালে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই রাজ্য সরকারের খরচে গঙ্গাসাগর সেতু নির্মাণের কথা ঘোষণা করেছিলেন। ২০২৫ সালে ৪ ফেব্রুয়ারি তারিখের মধ্যে দরখাস্ত জমা দিতে হবে।
যে বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি হয়েছে তাতে উল্লেখ রয়েছে, গঙ্গাসাগর সেতু চার লেনের হবে। যার খরচ ধরা হয়েছে ১ হাজার ৪৩৮ কোটি ৬২ লক্ষ ৩৪ হাজার ৬৫৪ টাকা। এখানে বহু বাসিন্দার কাছ থেকে জমি কেনার জন্য ইতিমধ্যেই নো অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করে ফেলেছে জেলা প্রশাসন। বিনিময়ে দেওয়া হবে টাকা। এখন টেন্ডার ডাকার বিজ্ঞপ্তি জারি হয়েছে। সুতরাং মুড়িগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতু নির্মাণের কাজের সূত্রপাত ঘটেছে। এটা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প।