কলকাতা-নিউ টাউনের পরে এবার সোনারপুরে বাড়ি-বাড়ি পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ হতে চলেছে। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়ে গিয়েছে। বেঙ্গল গ্যাস কোম্পানি কর্তৃপক্ষ মূল রাস্তায় পাইপলাইন বসানোর কাজ শুরু করেছে। তা সম্পন্ন হয়ে গেলেই মুশকিল আসান হয়ে যাবে সোনারপুরের আমজনতার। গ্যাস সিলিন্ডারের জন্য আর অপেক্ষা করতে হবে না। পাইপলাইনের মাধ্যমেই বাড়িতে চলে আসবে গ্যাস।
আরও পড়ুন: জলপাইগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত যাবে গ্যাসের পাইপলাইন, শুরু সমীক্ষার কাজ
রাজ্য সরকারের এই সংস্থা কাজ গ্যাসলাইন বসানোর কাজ শুরু করছে। ইতিমধ্যেই রাজপুর-সোনারপুর পুরসভাকে রাস্তা খোঁড়াখুঁড়ির বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। মূল রাস্তার পাশেই খুঁড়ে পাইপলাইন বসানোর কাজ শুরু করেছে বেঙ্গল গ্যাস কোম্পানি। প্রাথমিকভাবে পূর্ত দফতরের রাস্তাগুলি খুঁড়ে পাইপলাইন বসানো হবে। কামালগাজি বাইপাস, হরিনাভি, হরহরিতলায় কাজ চলছে। এরপর পুরসভার বিভিন্ন ওয়ার্ডের ওলিগলিতে পাইপলাইন বসানো হবে।
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাসের কথা শুনে স্বাভাবিকভাবেই খুশি সোনারপুরের বাসিন্দারা। তাঁদের বক্তব্য, এর ফলে গ্যাস ফুরিয়ে যাওয়ার বা সিলিন্ডার বয়ে আনার ঝুঁকি কমবে। কারণ অনেকেই বহুতল বাড়িতে থাকেন। কেউ চার তলায় আবার কেউ তিন তলায় থাকেন। লিফট না থাকায় সেক্ষেত্রে ডেলিভারি বয় সিলিন্ডার উপরে তুলতে চান না। তাতে সমস্যা হয়।
বেঙ্গল গ্যাস কোম্পানির তরফে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুরসভা। এ বিষয়ে চেয়ারম্যান পল্লব দাস জানিয়েছেন, চিঠি তাঁরা পেয়েছেন। পূর্ত দফতরের অনুমতি নিয়ে রাস্তা খোঁড়াখুঁড়ি করছে বেঙ্গল গ্যাস কোম্পানি। পুরসভার এলাকায় রাস্তা খোঁড়ার আগে বৈঠক হবে।
যদিও অভিযোগ উঠেছে যে জমি জটে বেশ কিছু জায়গায় এই পাইপলাইনের কাজ থমকে রয়েছে। তবে সেক্ষেত্রে সংস্থার তরফে দাবি করা হয়েছে, রাজ্য সরকারের সঙ্গে এ নিয়ে দফায় দফায় বৈঠক করে জট কাটানো হয়েছে। বেঙ্গল গ্যাসের এক আধিকারিক জানান, বর্ধমান থেকে কলকাতা পর্যন্ত পাইপলাইন পাতার কাজ চলছে। দ্রুতগতিতে এই কাজ হচ্ছে। আগামী ৬-৭ মাসের মধ্যে এই কাজ হয়ে যাবে। যদিও এই জেলায় আর কোন কোন জায়গায় এই পাইপলাইন বসানো হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বেঙ্গল গ্যাস কোম্পানির পরবর্তী পরিকল্পনা আছে কিনা, তা নিয়ে পরে বৈঠক হবে।