ঠিক সময় পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো যাবে তো? রাস্তায় বেরিয়ে কোনও যানজটে আটকে পড়তে হবে না তো? UGC-NET পরীক্ষা দিতে যাওয়ার অনেকের মাথায় সেই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। কারণ আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের (স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের পড়ুয়া) ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে আজ নবান্ন অভিযানে ডাক দিয়েছে ‘ছাত্র সমাজ’। আর তার জেরে হাওড়া, কলকাতার বিভিন্ন এলাকায় প্রবল যানজট তৈরির আশঙ্কা আছে। বিশেষত দ্বিতীয় শিফটে যাঁদের পরীক্ষা আছে, তাঁদের রক্তচাপ আরও বেড়েছে। নির্ধারিত সময়ের অনেক আগেই তাঁরা পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা দেবেন বলে ঠিক করলেও রাস্তায় কোথায় আটকে যাবেন, সেটা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন প্রার্থীদের একাংশ। তবে রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে যে পরীক্ষার্থীরা যাতে কোনওরকম অসুবিধায় না পড়েন, সেজন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরও কেউ অসুবিধায় পড়লে রাস্তায় মোতায়েন থাকা পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আবার ফোন করতে পারেন পুলিশের কন্ট্রোল রুমে।
আজ UGC-NET পরীক্ষার ইতিবৃত্ত
১) কলকাতায় পরীক্ষাকেন্দ্র: সল্টলেক সেক্টর ফাইভে TCS গীতবিতান।
২) হাওড়া: হাওড়া ময়দানের মারিয়া ডে স্কুল এবং ধূলাগড়ের ওম দয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি।
৩) প্রথম শিফটের পরীক্ষা: সকাল ৯ টা থেকে বেলা ১২ টা। হিন্দি এবং ফিলোজফি পরীক্ষা আছে।
৪) দ্বিতীয় শিফটের পরীক্ষা: দুুপুর ৩ টে থেকে সন্ধ্যা ৬ টা। হিন্দি, ওড়িয়া, নেপালি, মণিপুরী, অসমিয়া, সাঁওতালি পরীক্ষা আছে।
কলকাতা পুলিশের বিভিন্ন কন্ট্রোল রুমের নম্বর
১) লালবাজার কন্ট্রোল রুম: 22143024, 22143230, 22141310
২) ট্র্যাফিক কন্ট্রোল রুম: 22143644, 22427248
৩) পোর্ট ডিভিশন কন্ট্রোল রুম: 24093109, 24099034
৪) সাউথ ডিভিশন কন্ট্রোল রুম: 22837051, 22893783
৫) ইস্ট ডিভিশন কন্ট্রোল রুম: 24434040, 24439696
৬) সেন্ট্রাল ডিভিশন কন্ট্রোল রুম: 22285209, 22280944
৭) সাউথ-ওয়েস্ট ডিভিশন কন্ট্রোল রুম: 24994700
৮) সাউথ-ইস্ট ডিভিশন কন্ট্রোল রুম: 22904661
৯) নর্থ ডিভিশন কন্ট্রোল রুম: 23606405, 23606417
হাওড়া পুলিশ কমিশনারেটের বিভিন্ন নম্বর
১) 26374761
২) 26374762
৩) 26415614
৪) 2640-4001
আরও পড়ুন: ইউপিএসসির আদলে হবে WBCS Executive পরীক্ষার প্রশ্ন, সিলেবাসেও বদল, অনুমোদন রাজ্যের
BJP-র তরফেও বিশেষ নম্বর চালু
UGC-NET পরীক্ষার দিনে নবান্ন অভিযানের ডাক দেওয়া ‘ছাত্র সমাজ’-র নেপথ্যে এবিভিপি এবং বিজেপি আছে বলে অভিযোগ উঠেছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, তথাকথিত ‘ছাত্র সমাজ’-র আড়ালে রয়েছে এবিভিপি এবং বিজেপি। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে পদ্মশিবির। এটাও অবশ্য বুঝিয়ে দিয়েছে যে নবান্ন অভিযান সফল করতে কোনও কসুর ছাড়বে না।
তারইমধ্যে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘UGC-NET পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয়, তাই ৮৯২৯৭৫৯৫৭৮ নম্বরে ফোন করলেই বিজেপির যুব মোর্চার কর্মীরা তাঁদের পৌঁছে দেওয়ার সম্ভাব্য ব্যবস্থা করবেন।’