বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > স্বামী ও ২ মেয়েকে ছেড়ে প্রেমিকের হাত ধরে ঘর ছাড়লেন বধূ

স্বামী ও ২ মেয়েকে ছেড়ে প্রেমিকের হাত ধরে ঘর ছাড়লেন বধূ

রিয়া পাখরে।

শ্যামলবাবু জানিয়েছেন, কয়েক বছর আগে পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু সম্প্রতি ফোনে ব্যস্ত থাকতেন স্ত্রী। গত ৫ সেপ্টেম্বর তিনি ঘর ছাড়েন। তার পর থেকে তাঁর আর কোনও খোঁজ নেই। ওদিকে ২ মেয়ে মায়ের খোঁজে কেঁদে ভাসাচ্ছে।

দুই মেয়েকে ফেলে প্রেমিকের হাত ধরে পালিয়েছেন স্ত্রী। সেপ্টেম্বর থেকে খোঁজ নেই তাঁর। ওদিকে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে পুলিশের দ্বারস্থ হতে ভয় পাচ্ছেন তিনি। তাঁর কাতর আর্তি, অন্তত মেয়েদের কথা ভেবে ফিরে আসুন স্ত্রী।

গত ৫ সেপ্টেম্বর থেকে নিখোঁজ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার দেওয়ানচক ১ গ্রাম পঞ্চায়েতের মহারাজপুরের বাসিন্দা রিয়া পাখরে। ১০ বছর আগে শ্যামল আড়ির সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। দম্পতির ৬ ও ৮ বছর বয়সী ২ কন্যাসন্তান রয়েছে। শ্যামলবাবু জানিয়েছেন, কয়েক বছর আগে পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু সম্প্রতি ফোনে ব্যস্ত থাকতেন স্ত্রী। গত ৫ সেপ্টেম্বর তিনি ঘর ছাড়েন। তার পর থেকে তাঁর আর কোনও খোঁজ নেই। ওদিকে ২ মেয়ে মায়ের খোঁজে কেঁদে ভাসাচ্ছে।

তিনি জানিয়েছেন, স্ত্রী অন্য কোনও সম্পর্কে জড়িয়েছেন বলে অনুমান করেছিলাম। কিন্তু সেজন্য তিনি বাড়ি ছাড়বেন এটা ভাবতে পারিনি। তাঁর কাতর আর্জি, অন্তত মেয়েদুটোর জন্য ফিরে আসুন স্ত্রী।

স্থানীয়দের কথায়, রিয়া ও শ্যামলের মধ্যে কখনও কোনও বিবাদ দেখিনি। শান্তিতেই সংসার করছিলেন তাঁরা। হঠাৎ স্থানীয়রা জানতে পারেন রিয়া ঘর ছেড়েছেন। তাতে অবাক হয়েছিলেন অনেকেই।

শ্যামলবাবু জানিয়েছেন, আমি জানি না স্ত্রী কোথায় আছেন। তার কোনও বিপদ হয়েছে কি না। তিন মাস হতে চলল ওর কোনও খোঁজ নেই। মেয়েদের দিকে তাকাতে পারছি না। আমি চাই ও ফিরে আসুক। তাই আমি থানায় অভিযোগ করিনি। যদিও শ্যামলবাবুকে দ্রুত পুলিশের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিচ্ছেন গ্রামবাসীরা।

 

বন্ধ করুন