বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মৎস্যকন্যা নয়, বিশাল আকৃতির একী উঠল মালদার গঙ্গায়, ওজন ৯১ কেজি

মৎস্যকন্যা নয়, বিশাল আকৃতির একী উঠল মালদার গঙ্গায়, ওজন ৯১ কেজি

বিশাল আকৃতির মাছ ধরা পড়ল গঙ্গায়। 

অনেক কষ্টে মাছটিকে ডাঙায় তুলেছিলেন মৎস্যজীবী। কিন্তু কথায় আছে কষ্ট না করে কেষ্ট মেলে না। তবে এখানে মৎস্যজীবীর কষ্ট করে পেলেন বিশাল আকৃতির মাছ।

মালদার নেতাজি বাজার। বাজার ঘিরে একেবারে লোকে লোকারণ্য়। আর যেটিকে ঘিরে এত লোকজনের আগমন সেটা আর কিছু নয় বিশাল আকৃতির একটি মাছ। মৎস্যকন্য়া নয়, একেবারে অদ্ভূত দেখতে এক মাছ।। ওজন প্রায় ৯১ কেজি।

মাছের নাম বাঘার। বিরাট তার আকৃতি। মালদা জেলার মানিকচক থানার অন্তর্গত মনিহারি এলাকা থেকে ধরা পড়েছে এই মাছ। আর মাছের কথা রটে যেতেই কাজ ফেলে বাজারে ছোটেন আমজনতা। সকাল সকাল সেই মাছ দেখে লোকজনের একেবারে আঁতকে ওঠার জোগাড়। এদিকে সেই মাছের এদিন দাম ওঠে প্রায় ৩০ হাজার টাকা। এক পাইকারি মাছ বিক্রেতা মানিকচক থেকে মাছটি একেবারে মোটা টাকা দিয়ে কিনে নেন ।

লোক যত বেড়েছে বাজারে ততই মাছের দামও একেবারে হু হু করে বাড়তে থাকে। একেবারে মোটাসোটা মাছ। দেখতে অনেকটা বাদামি মতো। গঙ্গায় জাল ফেলে এদিন মাছটি ধরেন এক মৎস্যজীবী। প্রথমে তিনি বুঝতেই পারেননি বাঘার মাছ ধরা পড়েছে। তবে জালে  টান বাড়তেই বুঝতে পারেন বড় কিছু ধরা পড়েছে। তবে সেই মাছ ডাঙায় তুলতে কম বেগ পেতে হয়নি তাঁকে। কয়েকজন মিলে টেনে টুনে তারা জালটিকে ডাঙায় তোলেন। আর জাল তোলার পরেই দেখা যায় বিশাল আকৃতির মাছ ধরা পড়েছে। আর মাছ দেখে খুশিতে মন ভরে যায় মৎস্যজীবীর। এত বড় মাছ সচরাচর দেখা পড়ে না। তবে এমন একটি মাছেই কপাল ফিরে যায় মৎস্যজীবীর। ৬০০ টাকা কেজি দরে মাছে পিস বিক্রি করা হয়েছে।

অনেক কষ্টে মাছটিকে ডাঙায় তুলেছিলেন মৎস্যজীবী। কিন্তু কথায় আছে কষ্ট না করে কেষ্ট মেলে না। তবে এখানে মৎস্যজীবীর কষ্ট করে পেলেন বিশাল আকৃতির মাছ। 

তবে এদিন মাছ কেনার চেয়ে মাছ দেখার ভিড় যেন বেশি। মাছ আবার এমন দেখতে হয় নাকি! মাছ বিক্রি করবেন কি ভিড় সরাতেই হিমসিম অবস্থা। মাছ দেখতে একেবারে উপচে পড়া ভিড়।

তবে স্থানীয় ব্যবসায়ীদের দাবি সাধারণত বাজারে এত বড় আকৃতির মাছ বাজারে আসে না। আলে কালে এমন মাছ বাজারে আসে। আর তখন বাজারে এভাবে ভিড় উপচে পড়ে। এদিকে ক্রেতা, বিক্রেতাদের মুখে মুখে ফিরছে এই মাছ ধরার ঘটনা। 

এর আগে আলিপুরদুয়ারের সঙ্কোশ নদীতে ধরা পড়েছিল বিশাল আকৃতির বাঘার মাছ। এটি উত্তরবঙ্গে বাঘা আইড় বলেও পরিচিত। সেবার ৭০ কেজি ওজনের বাঘা আইড় মাছ ধরা পড়েছিল। প্রায় ৪৮ হাজার টাকায় বিক্রি হয়েছিল এই মাছটি। 

বাংলার মুখ খবর

Latest News

মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.