বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Girl commit suicide: চুলে গোঁজার ফুল নিয়ে দুই বোনের মধ্যে ঝগড়া, আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

Girl commit suicide: চুলে গোঁজার ফুল নিয়ে দুই বোনের মধ্যে ঝগড়া, আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

আত্মঘাতী ছাত্রী। নিজস্ব ছবি

গত সোমবার এলাকায় জলসা উপলক্ষে একটি মেলা বসেছিল। সেই মেলা থেকে মাথার চুলে গোঁজার জন্য ফুল কিনেছিল ফিরোজা। বাড়িতে সেটা নিয়ে এলে ছোট বোন নার্গিস মোল্লা সেটি নিয়ে নেয়। এই নিয়েই দুই বোনের মধ্যে ঝগড়া হয়। ফিরোজাকে তার মা বকাবকি করে। শেষমেশ অভিমানে ওই ছাত্রী বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।

মাথার চুলে গোঁজার ফুল কে নেবে তাই নিয়ে দুই বোনের মধ্যে ঝামেলা। আর তার জেরে চরম পদক্ষেপ করল এক বোন। বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নিল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত সিংহেশ্বর গ্রামে। মৃতার নাম ফিরোজা মোল্লা (১৬)। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত সোমবার এলাকায় জলসা উপলক্ষে একটি মেলা বসেছিল। সেই মেলা থেকে মাথার চুলে গোঁজার জন্য ফুল কিনেছিল ফিরোজা। বাড়িতে সেটা নিয়ে এলে ছোট বোন নার্গিস মোল্লা সেটি নিয়ে নেয়। এই নিয়েই দুই বোনের মধ্যে ঝগড়া অশান্তি হয়। ফিরোজাকে তার মা বকাবকি করে। শেষমেশ অভিমানে ওই ছাত্রী বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। মঙ্গলবারই তাকে গুরুতর অসুস্থ অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয়। সেখানে দুদিন চিকিৎসার পর বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় ফিরোজার। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

মেয়েটির বাবা জানান, দুই বোন মাথার ফুল নিয়ে ঝগড়া করেছিল ওই সময় বাড়িতে কেউ ছিল না। তিনিও বাইরে কাজে গিয়েছিলেন। ঝগড়ার পর কোনও এক সময় ফিরোজা বিষ খেয়ে ফেলে। পরে বাড়ির অন্যান্য লোকজন বিষয়টি জানতে পারেন। প্রতিবেশীরা বাড়িতে ছুটে আসেন। তারা বড় মেয়েকে হাসপাতালে নিয়ে যায়। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে। আজ তার মৃত্যু হয়েছে। ঘটনার কথা জানতে পেরে পরিবারের সবাই হাসপাতালে যান। মৃতার এক আত্মীয় জানান, ‘মাথার গোঁজার ফুল নিয়ে দুই বোনের মধ্যে ঝামেলার পর ওর মা একটু বকাবকি করেছিল। তারপর বাড়িতে কেউ না থাকার সুযোগে সে বিষ খেয়ে ফেলে। মঙ্গলবার থেকে হাসপাতালে ভরতি থাকার পর আজ তার মৃত্যু হয়েছে।’ মৃতার দিদিমা নুরনাহার হালদার জানান, ‘ফুল নিয়ে দুই বোন ঝগড়া করেছিল। ফিরোজার মাথায় একটু সমস্যা ছিল। তাই তাকে বকাবকি করা হয়েছিল। বিষ খাওয়ার পর পরিবারের সদস্যদের সে নিজেই জানায় আমি বিষ খেয়েছি। এরপর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন