বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Rape: কোচিং সেন্টারের ফাঁকা ঘরে ছাত্রীকে ধর্ষণ, নরেন্দ্রপুরে গ্রেফতার শিক্ষক

Rape: কোচিং সেন্টারের ফাঁকা ঘরে ছাত্রীকে ধর্ষণ, নরেন্দ্রপুরে গ্রেফতার শিক্ষক

নরেন্দ্রপুরের লস্করপুর এলাকায় এই কোচিং সেন্টার।

নরেন্দ্রপুর থানার লস্করপুর এলাকায় রয়েছে সিং অ্যান্ড শাও নামে ওই কোচিং সেন্টার। এখানে মেয়েকে স্পোকেন ইংলিশ শেখানোর জন্য ভর্তি করা হয়েছিল। তবে ইদানিং যখন–তখন মেয়েকে ঢেকে নেওয়া হতো ক্লাস করার জন্য কিন্তু সেই অছিলায় ফাঁকা ঘরে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে।

কোচিং সেন্টারে পড়ানোর অছিলায় উচ্চমাধ্যমিকের ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। নরেন্দ্রপুর থানার একটি কোচিং সেন্টারে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। পরিবার এবং ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে শিক্ষককে। উচ্চমাধ্যমিকের এক ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণ করার ঘটনা প্রকাশ্যে আসতেই জোর শোরগোল পড়ে গিয়েছে।

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, নরেন্দ্রপুরের লস্করপুর এলাকায় এই কোচিং সেন্টার। কোচিং সেন্টারের মালিক বলবীর সিং। এই ব্যক্তিই এখানে শিক্ষক হিসাবে পড়াতেন। আর এখানেই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে বলবীর সিংকে। নরেন্দ্রপুর থানার পুলিশ গ্রেফতার করে তদন্ত শুরু করেছে।

ঠিক কী ঘটেছে নরেন্দ্রপুরে?‌ পরিবার সূত্রে খবর, নরেন্দ্রপুর থানার লস্করপুর এলাকায় রয়েছে সিং অ্যান্ড শাও নামে ওই কোচিং সেন্টার। এখানে মেয়েকে স্পোকেন ইংলিশ শেখানোর জন্য ভর্তি করা হয়েছিল। তবে ইদানিং যখন–তখন মেয়েকে ঢেকে নেওয়া হতো ক্লাস করার জন্য কিন্তু সেই অছিলায় ফাঁকা ঘরে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে। অবশেষে তা জানতে পেরে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে।

কী করে জানা গেল?‌ এই নির্যাতিতা ছাত্রী দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে লজ্জায় আত্মহত্যা করতে গিয়েছিলেন। এই অত্যাচারের কথা কাউকে বলতে না পেরে বাথরুমে আত্মহত্যার করার চেষ্টা করেন ওই নির্যাতিতা ছাত্রীটি। তখন তাঁর মা সেখানে এসে পড়ায় মায়ের কাছে সমস্ত কথা খুলে বলেন নির্যাতিতা ছাত্রী। তারপরই নরেন্দ্রপুর থানার পুলিশের দ্বারস্থ হন ওই ছাত্রীর পরিবার। লিখিত অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেফতার করেন নরেন্দ্রপুর থানার পুলিশ।

বন্ধ করুন