বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বিষ খেয়ে আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্রী, ক্যানিংয়ে তদন্তে নামল পুলিশ

বিষ খেয়ে আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্রী, ক্যানিংয়ে তদন্তে নামল পুলিশ

আত্মহত্যা করল এক ছাত্রী।

এই ঘটনার পর পরিবার থানায় খবর দেয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

বিষ খেয়ে আত্মহত্যা করল এক ছাত্রী। এই আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে আসায় শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং এলাকায়। এলাকার মানুষজনের মধ্যে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কেন ছাত্রীটি আত্মহত্যা করল?‌ তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। এই ঘটনার পর পরিবার থানায় খবর দেয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

ঠিক কী ঘটেছে ক্যানিংয়ে?‌ পুলিশ সূত্রে খবর, আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। জীবনতলা থানার অন্তর্গত দেউলি ২ গ্রাম পঞ্চায়েতের হাটবেড়িয়া গ্রামের বাড়িতে আত্মঘাতী হয়েছে ছাত্রী। মৃত ছাত্রীর নাম শাহিনা পারভীন। এই ছাত্রী স্থানীয় হাওড়ামারী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণীতে পড়ত। শনিবার পরীক্ষাও দেয় সে। কিন্তু রবিবার রাতে আত্মহত্যা করে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

কেন এমন করল ছাত্রীটি?‌ স্থানীয় সূত্রে খবর, এলাকার এক যুবকের সঙ্গে প্রেম ছিল ছাত্রীর। তা সম্ভবত শারীরিক সম্পর্কের দিকেও গড়িয়েছিল। তারপর সেই সম্পর্কে ছেদ পড়ে। যা মেনে নিতে পারেনি পারভিন। তাই রোজকার মতো রবিবারও খাওয়া সেরে ঘুমোতে গিয়েছিল শাহিনা। কিন্তু রাত ১২টা নাগাদ হঠাৎই ঘর থেকে বেরিয়ে বলে সে বিষ খেয়েছে। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা বাঁচাতে পারেননি।

এই ঘটনার পর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। জীবনতলা থানা দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। কেন ওই ছাত্রী আত্মঘাতী হল? উত্তর খুঁজছে পুলিশ। সত্যিই প্রেম ঘটিত কারণ ছিল?‌ নাকি নেপথ্যে অন্য কোনও ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। ছাত্রীর এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বন্ধ করুন