বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Kharagpur Murder: প্রেমিকাকে খুন করে জঙ্গলে পুঁতে ফেলল প্রেমিক, সুখের সংসার অধরা, গ্রেফতার যুবক

Kharagpur Murder: প্রেমিকাকে খুন করে জঙ্গলে পুঁতে ফেলল প্রেমিক, সুখের সংসার অধরা, গ্রেফতার যুবক

প্রেমিকাকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। (HT_PRINT)

সে জেরায় জানায়, সোমবার প্রেমিকাকে রেখে কাজে গিয়েছিল সে। ফিরে এসে দেখে ঘরে পড়ে আছে পবিত্রার মৃতদেহ। তখন প্রতিবেশীদের খবর দেওয়া হয়। কিন্তু সৎকারে কেউ সহযোগিতা করতে এগিয়ে আসেননি। তাই দেহটি পুঁতে ফেলতে হয়। দেহটি কবর থেকে তুলে ময়নাতদন্তে পাঠানো হয়। ঘটনার তদন্ত চলছে।

প্রেমিকাকে স্বপ্ন দেখিয়েছিল সংসার করার। তাই প্রেমিকের হাত ধরেই বাড়ি ছেড়েছিল প্রেমিকা। কিন্তু সুখের সংসার স্থায়ী হয়নি। কারণ প্রেমিকাকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। রেলশহর খড়গপুরের ভালুকমচা এলাকায় ঘটেছে হাড়হিম করা খুনের ঘটনা। তবে খুন অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। যদিও গ্রেফতার হওয়া প্রেমিকের দাবি, অসুস্থতার জন্যই মৃত্যু হয়েছে তার প্রেমিকার। মৃতার নাম পবিত্রা। অভিযুক্ত প্রেমিকের নাম তরুণ সিং।

ঠিক কী ঘটেছে খড়গপুরে?‌ স্থানীয় সূত্রে খবর, এই পবিত্রা সিংয়ের (‌৩৮)‌ স্বামী–সন্তান নিয়ে সুখের সংসার ছিল। আর এলাকারই বাসিন্দা যুবক অতনু সিংয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই পরিচয় গড়ায় প্রেমে। তবে এই প্রেমিক অতনুও বিবাহিত। যদিও তাঁদের মধ্যে গড়ে ওঠা প্রেমের জেরেই উভয়ে ঘর ছেড়েছিল। আর নতুন ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছিল। আর এলাকা থেকে খানিকটা দূরে জঙ্গলে গিয়ে তারা শুরু করে সংসার। বিয়ে না হলেও একসঙ্গেই থাকত তারা। কার্যত লিভ ইন সম্পর্ক।

তারপর ঠিক কী ঘটল?‌ নতুন করে এই সম্পর্ক তৈরি হলেও তা মধুর হয়নি। প্রেমিকাকেই হত্যা করে পুঁতে ফেলার অভিযোগ উঠেছে প্রেমিক তরুণ সিংয়ের বিরুদ্ধে। খুনের পর জঙ্গল সংলগ্ন এলাকাতেই প্রেমিকা পবিত্রা সিংকে মাটিতে পুঁতে ফেলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই প্রেমিক তরুণ সিংয়ের প্রাক্তন স্ত্রী সন্ধ্যা সিং ও দুই ছেলে আছে। আবার পবিত্রারও প্রথমপক্ষের দুই সন্তান রয়েছে। দু’‌জনেই সংসার ছেড়ে বেরিয়েছিল। আর কিছুদিন একসঙ্গে থাকার পর পবিত্রাকে মারধর শুরু করে তরুণ। কয়েকদিন আগে মারের চোটে হাঁটার ক্ষমতা পর্যন্ত হারিয়েছিল পবিত্রা। গ্রামবাসীরাই তখন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ফের তরুণের মারেই পবিত্রার মৃত্যু হয় বলে অভিযোগ।

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, তরুণ সিংকে গ্রেফতার করে জেরা করা হয়। সে জেরায় জানায়, সোমবার প্রেমিকাকে রেখে কাজে গিয়েছিল সে। ফিরে এসে দেখে ঘরে পড়ে আছে পবিত্রার মৃতদেহ। তখন প্রতিবেশীদের খবর দেওয়া হয়। কিন্তু সৎকারে কেউ সহযোগিতা করতে এগিয়ে আসেননি। তাই দেহটি পুঁতে ফেলতে হয়। দেহটি কবর থেকে তুলে ময়নাতদন্তে পাঠানো হয়। ঘটনার তদন্ত চলছে। দোষীদের কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।

বন্ধ করুন