বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Gold Recovered: এক কেজি চোরাই সোনা–সহ ধৃত পাচারকারী, কোথায় লুকিয়ে চোরাচালানের চেষ্টা?

Gold Recovered: এক কেজি চোরাই সোনা–সহ ধৃত পাচারকারী, কোথায় লুকিয়ে চোরাচালানের চেষ্টা?

উদ্ধার হওয়া সোনার বিস্কুট

দুই বাংলার সীমান্ত এলাকায় এমন ঘটনা আগে দেখা যায়নি। চোরাচালানের এই নতুন পদ্ধতিতে অবাক বিএসএফ জওয়ানরা। স্বরূপনগরের আমুদিয়া এলাকার এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। বনগাঁ, বাগদা এবং স্বরূপনগরের সীমান্ত এলাকা সোনা পাচারকারীদের কাছে স্বর্গরাজ্য। আগে বহুবার সোনা পাচারের চেষ্টা রুখে দিয়েছেন জওয়ানরা।

চোরাই সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ল বসিরহাটের এক যুবক। তবে সহজে তাকে ধরা যায়নি। অনেক কাঠখড় পুড়িয়ে তবেই উদ্ধার হয়েছে এই এক কেজি চোরাই সোনা। বিএসএফ জওয়ানদের চোখে ধুলো দিয়ে সে প্রায় বেঁচেই গিয়েছিল। কিন্তু অবশেষে তাকে ধরে ফেলল আধুনিক প্রযুক্তি। তবে এই যুবককে প্রমাণ–সহ ধরতে অনেক পরিশ্রম করতে হল জওয়ানদের।

ঠিক কী ঘটেছে বসিরহাটে?‌ স্থানীয় সূত্রে খবর, মলদ্বারে লুকনো ছিল আটটি সোনার বিস্কুট! ওই ছিদ্র দিয়ে পেটে সোনা ভরে পাচার করছিল যুবক। বসিরহাটের স্বরূপনগরের বাসিন্দা ওই যুবককে দেখে সন্দেহ হয় বিএসএফ জওয়ানদের। কিন্তু শরীর তল্লাশি করে কিছু মেলেনি। ওই যুবক পাচারকারী ভেবেছিল সে বেঁচে গিয়েছে। কিন্তু তার হাঁটা দেখে সন্দেহ হতেই শরীরে মেটাল ডিটেক্টর ঠেকানো হয়। আর তাতেই ‘বিপ বিপ’ শব্দ ভেসে আসে। আর তাতেই কাল হল পাচারকারী যুবকের। তখনই নিয়ে যাওয়া হয় সরকারি হাসপাতালে। সেখানে পেটের এক্স–রে করতেই আটটি ধাতব পাতের অস্তিত্ব পাওয়া যায়।

তারপর ঠিক কী ঘটল?‌ এই ঘটনা সামনে আসতেই জওয়ানরা পাচারকারী এবং উদ্ধার হওয়া সোনা তেঁতুলিয়ার শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছেন। উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় এক কিলোগ্রাম। দুই বাংলার সীমান্ত এলাকায় এমন ঘটনা আগে দেখা যায়নি। চোরাচালানের এই নতুন পদ্ধতিতে অবাক বিএসএফ জওয়ানরা। স্বরূপনগরের আমুদিয়া এলাকার এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। বনগাঁ, বাগদা এবং স্বরূপনগরের সীমান্ত এলাকা সোনা পাচারকারীদের কাছে স্বর্গরাজ্য। আগে বহুবার সোনা পাচারের চেষ্টা রুখে দিয়েছেন জওয়ানরা। তখন পণ্যবাহী গাড়ির ভিতরে করে পাচার করার চেষ্টা করা হতো। কিন্তু পেটের ভিতর চোরাই সোনা উদ্ধারের ঘটনা এই প্রথম।

ঠিক কী জানাচ্ছে বিএসএফ?‌ বিএসএফ সূত্রে খবর, বিএসএফের ১১২ নম্বর ব্যাটালিয়নের আমুদিয়া সীমা চৌকির জওয়ানরা সীমান্তে টহল দিচ্ছিলেন। তখন সন্দেহভাজন এক ব্যক্তিকে আমুদিয়া গ্রামের দিকে যেতে দেখেন তাঁরা। ‌জওয়ানরা তাকে আটকে প্রথমে জিজ্ঞাসাবাদ করেন। পরে দেহ তল্লাশি করে কিছু না পাওয়ায় ছেড়ে দিতে হয়। তার হাঁটাচলা দেখে সন্দেহ গাঢ় হতেই মেটাল ডিটেক্টর পেটে ঠেকানো হয়। তখনই ‘বিপ বিপ’ শব্দ হয়। এমনকী তার পেটের এক্স–রে করতেই ধরা পড়ে তলপেটে সার দিয়ে সাজানো রয়েছে সোনার বিস্কুট। হাসপাতালেই ওই সোনার বিস্কুট তার শরীর থেকে বের করা হয়। ধৃত মাধাই মণ্ডলের বাড়ি স্বরূপনগরের সীমান্ত এলাকায়। উদ্ধার হওয়া সোনার বিস্কুটের ওজন ৯৩২ গ্রাম। যার আনুমানিক বাজারদর প্রায় ৫৪ লক্ষ ৭৮ হাজার ৮৫৫ টাকা। ধৃত যুবক জেরায় জানিয়েছে, সে দীর্ঘদিন ধরেই পাচারের সঙ্গে যুক্ত।

বাংলার মুখ খবর

Latest News

ভোটের মুখে মাথায় হাত রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.