পাণ্ডুয়া থানার অন্তর্গত সিমলাগড় ভিটাসিন পঞ্চায়েতের সদস্যের বাড়িতে ঢুকে মোটরবাইকে আগুন লাগিয়ে দিল কয়েকজন দুষ্কৃতী। তবে তৃণমূল সদস্য দুর্গাপদ গাইনের দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধীরা ভয় দেখানোর জন্যই এই কাজ করছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডুয়া থানার পুলিশ। পাল্টা বিজেপির দাবি, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে।
ঠিক কী ঘটেছে পাণ্ডুয়ায়? স্থানীয় সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনের আগে নানা ঘটনা ঘটছে বাংলায়। একদিকে নানা জেলা থেকে বোমা–আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা–কর্মীর উপর হামলা হচ্ছে। এবার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য দুর্গাপদ গাইনের বাড়িতে হামলার অভিযোগ উঠল। কয়েকজন বাড়িতে ঢুকে মোটরবাইক জ্বালিয়ে দিয়ে চলে গেল। তার আগে ভাঙচুর করার চেষ্টা করা হয়। তখন আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা।
আর কী জানা যাচ্ছে? বৃহস্পতিবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে হুগলির পাণ্ডুয়ায় গ্রাম সিমলাগড় ভিটাসিন পঞ্চায়েতে। ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্যের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এই পঞ্চায়েতের সদস্য দুর্গাপদ গাইনের বাড়িতে হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। এমনকী ওই পঞ্চায়েত সদস্যের বাড়ির বাইরে রাখা মোটরবাইকটিও আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। তবে কে বা কারা করল? এখনও পুলিশ তাদের নাগাল করতে পানেনি।
পুলিশ কী তথ্য পেয়েছে? এই হামলার ঘটনায় বিরোধীদের দিকেই আঙুল তুলেছেন তৃণমূল কংগ্রেসের ওই পঞ্চায়েত সদস্য। তৃণমূল কংগ্রেস সদস্যের দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধীরা ভয় দেখানোর জন্যই এই ধরনের কাজ করছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই ঘটনা নিয়ে বিজেপির দাবি, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডুয়া থানার পুলিশ।