পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এবং দোল উৎসবের ঠিক আগের দিন ব্যাপক বোমাবাজি ঘটল নদিয়ায়। কেঁপে উঠল গোটা এলাকা। দুষ্কৃতীদের ছোড়া বোমার লক্ষ্য হয়ে উঠল পুলিশ। বোমা মারা হল পুলিশের গাড়িতে। আর তার জেরে মারাত্মক জখম হলেন ওসি, এক সিভিক ভলেন্টিয়ার–সহ ৩ জন। নদিয়ার কালীগঞ্জের এই ঘটনায় ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে এমন হামলার মুখে পড়ে নদিয়ার কালীগঞ্জ থানার পুলিশ। কালীগঞ্জ থানার ওসি সৌরভ চক্রবর্তী–সহ তিন পুলিশকর্মী বোমার আঘাত নিয়ে চিকিৎসাধীন।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, পুরনো একটি বোমাবাজির মামলায় এক আসামিকে গ্রেফতার করতে সোমবার রাতে কালীগঞ্জের মোলান্দি গ্রামে অভিযান চালানো হয়। রাতে কালীগঞ্জ থানার ওসি পুলিশকর্মী এবং সিভিক ভলেন্টিয়ারকে সঙ্গে নিয়ে অভিযুক্তকে গ্রেফতারও করেন। অভিযুক্তকে গ্রেফতার করার পর গাড়িতে তুলতে গেলে অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। আর তখনই পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। আজ, মঙ্গলবার ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
ঠিক কী ঘটেছে নদিয়ায়? স্থানীয় সূত্রে খবর, এই বোমাবাজির ঘটনায় কালীগঞ্জ থানার ওসি সৌরভ চট্টোপাধ্যায় ও সিভিক ভলেন্টিয়ার মহম্মদ আলি মোল্লা গুরুতর জখম হন। আহত হয়েছেন আরও এক পুলিশকর্মী। পুলিশকে ঘিরে ধরে দুষ্কৃতীরা বোমাবাজি করে। গোটা এলাকা কেঁপে উঠে বোমার শব্দে। আহত ওসিকে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি নার্সিংহোমে। গ্রামে পুলিশ পিকেট বসেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। আর দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
আর কী জানা যাচ্ছে? যখন বোমাবাজি শুরু হয় এবং দুষ্কৃতীরা অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে ঘিরে ফেলে তখন আত্মরক্ষার্থে শূন্যে এক রাউন্ড গুলি চালায় পুলিশ। তখনই পুলিশের গাড়িতে বোমা মারা হলে মারাত্মক আকার নেয় পরিস্থিতি। এই ঘটনা নিয়ে কৃষ্ণনগর জেলা পুলিশের অতিরিক্ত সুপার (গ্রামীণ) কৃশানু রায় বলেন, ‘ওসি আঘাত পেয়েছেন। এখন এলাকা জুড়ে অভিযান চালানো হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup