বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Gorkha Communities ST Demand: তফসিলি স্বীকৃতি আদায়ে একজোট বাংলা-সিকিমের গোর্খা উপজাতিরা, পাশে বিজেপি সাংসদ!

Gorkha Communities ST Demand: তফসিলি স্বীকৃতি আদায়ে একজোট বাংলা-সিকিমের গোর্খা উপজাতিরা, পাশে বিজেপি সাংসদ!

প্রতীকী ছবি

'আদিবাসী স্বীকৃতি পাওয়ার জন্য - সিকিম ও দার্জিলিং থেকে প্রতিনিধিদের নিয়ে - একটি যৌথ প্রতিনিধি দল গঠন করা হয়েছে। এই দলে পশ্চিমবঙ্গের পাঁচজন এবং সিকিমের পাঁচজন প্রতিনিধি রয়েছেন। এবার থেকে এই দলের নেতৃত্বেই আন্দোলন চলবে এবং পরবর্তী রণকৌশল স্থির করা হবে।'

তফসিলি উপজাতির স্বীকৃতি আদায় করতে এবার একজোট হলেন পশ্চিমবঙ্গ ও সিকিমের গোর্খা উপজাতিভুক্তরা। তাঁদের সম্মিলিত দাবি, প্রায় একডজন গোর্খা উপজাতিকে তফসিলি উপজাতি বা এসটি শ্রেণিভুক্ত করতে হবে।

রবিবার শিলিগুড়িতে এই মর্মে একটি জরুরি বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে যোগ দেন পশ্চিমবঙ্গের 'বঞ্চিত' ১১টি গোর্খা উপজাতি এবং সিকিমের'বঞ্চিত' ১২টি গোর্খা উপজাতির প্রতিনিধিরা। এই বৈঠকের পৌরহিত্য করেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং গোলে।

বৈঠক প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, 'আদিবাসী স্বীকৃতি পাওয়ার জন্য - সিকিম ও দার্জিলিং থেকে প্রতিনিধিদের নিয়ে - একটি যৌথ প্রতিনিধি দল গঠন করা হয়েছে। এই দলে পশ্চিমবঙ্গের পাঁচজন এবং সিকিমের পাঁচজন প্রতিনিধি রয়েছেন। এবার থেকে এই দলের নেতৃত্বেই আন্দোলন চলবে এবং পরবর্তী রণকৌশল স্থির করা হবে।'

এই বৈঠকে উপস্থিত অন্য়দের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, দার্জিলিংয়ের সাংসদ তথা বিজেপি নেতা রাজু বিস্তা। যাঁর উপস্থিতি ও মন্তব্য সব মহলেরই নজর কেড়েছে। এছাড়াও ছিলেন সিকিমের লোকসভার সাংসদ ইন্দ্র হাং সুব্বা এবং সিকিমের রাজ্যসভার সাংসদ ডি টি লেপচা। এছাড়াও, সিকিমের কয়েকজন মন্ত্রী এবং পশ্চিমবঙ্গ বিধানসভার কয়েকজন সদস্যও এই বৈঠকে উপস্থিত ছিলেন।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় বিজেপি তাদের নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি দিয়েছিল, তাদের সরকার গঠিত হলে ১১টি 'বঞ্চিত' গোর্খা উপজাতিকে তফসিলি উপজাতিভুক্ত করা হবে।

কিন্তু, বিজেপি উনিশের লোকসভা নির্বাচনে জিতে কেন্দ্রে সরকার গড়ে। তার পাঁচবছর পর সদ্য চব্বিশের নির্বাচনের পরও বিজেপির নেতৃত্বে কেন্দ্রে এনডিএ সরকার গঠিত হয়। কিন্তু, গোর্খাদের সংশ্লিষ্ট ১১-১২টি উপজাতির দাবি আজও পূরণ করা হয়নি।

অভিযোগ, এর ফলে পশ্চিমবঙ্গ এবং সিকিম, দুই রাজ্যেরই সংশ্লিষ্ট গোর্খা উপজাতিভুক্তরা তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

এই প্রেক্ষাপটে, সম্প্রতি সিকিমের রাজ্যসভার সাংসদ ডি টি লেপচাকে, তাঁর করা প্রশ্নের লিখিত জবাব দেন কেন্দ্রের আদিবাসী বিষয়ক মন্ত্রী জুয়েল ওরাওঁ। তাতে তিনি জানান, ভারতের রেজিস্ট্রার জেনারেল সিকিম সরকারের প্রস্তাবে রাজি নয়।

উল্লেখ্য, সিকিম সরকারের পক্ষ থেকে রাজ্যের ১২টি গোর্খা উপজাতি এসটি স্বীকৃতি দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছিল। এই ১২টি উপজাতির মধ্য়ে রয়েছে - মাঝি, কিরাট/খাম্বু/রাই, গুরুং, মাঙ্গার, থামি, সন্ন্যাসী (যোগী), বাহুন, ছেত্রী, ভুজেল, কিরাট/দেওয়ান, সুনুওয়ার এবং নেওয়ার।

 

কেন্দ্রের মন্ত্রী তাঁর জবাবে জানান, 'আজিআই জানিয়েছেন, এই বিষয়টি ইতিমধ্যেই দায়িত্বপ্রাপ্ত দলের মাধ্যমে খতিয়ে দেখা হয়েছে এবং তারা সংশ্লিষ্ট প্রস্তাবে সায় দেয়নি।'

 

মন্ত্রী যে চিঠি পাঠিয়েছেন, তাতে গত ১০ সেপ্টেম্বরের তারিখ রয়েছে। উল্লেখ্য, দার্জিলিংয়ের বাসিন্দা ও নেতাদেরও এই ইস্যুতে একই জবাব দেওয়া হয়েছিল।

কেন্দ্রের মন্ত্রী রাজ্যসভার ওই সাংসদকে আরও জানান, নির্ধারিত পদ্ধতি অনুসারে, সংশ্লিষ্ট রাজ্য সরকার অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের তরফে দেওয়া প্রস্তাব এবং অন্য ন্যায়সঙ্গত প্রস্তাবগুলি বিবেচনা করা যেতে পারে। সেক্ষেত্রে, তফসিলি উপজাতির জন্য গঠিত জাতীয় কমিশন এবং রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়াকে আইন সংশোধন করার বিষয়ে সহমত হতে হবে।

একটি আরটিআই আবেদনের ভিত্তিতে এই প্রসঙ্গে আরজিআই জানান, ২০১৪ সালে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য়ের ১১টি গোর্খা উপজাতিকে তফসিলি উপজাতিভুক্ত করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু, সেই প্রস্তাবও মানা সম্ভব হয়নি।

এরপর সিকিম সরকারের পাঠানো প্রস্তাবেরও একই পরিণতি হওয়ায়, সংশ্লিষ্ট মহল মনে করছে, এবার নিজেদের দাবি আদায়ের জন্য একজোট হয়ে লড়াই করা ছাড়া আর কোনও উপায় নেই।

বিষয়টি নিয়ে রবিবারের বৈঠকে আলোচনা হওয়ার পর বৈঠকে উপস্থিত এক নেতা বলেন, 'এবার আমরা একজোট হয়ে লড়াই শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।'

বিজেপি নেতা তথা সাংসদ রাজু বিস্তা বলেন, 'এই দাবি পূরণ করতে হল রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। রাজনৈতিক দলগুলির বক্তব্য আর ভারত সরকারের বক্তব্য এখানে আলাদা। আমরা বিজেপি এবং কেন্দ্রীয় সরকার, উভয়ের উপরেই চাপ বাড়াচ্ছি। এরপরও যদি সরকার না বোঝে, তাহলে দার্জিলিং থেকে সিকিম পর্যন্ত মিছিল করা হবে।'

রাজনৈতিক মহলের প্রশ্ন, তাহলে কি গোর্খাদের দাবি আদায় করার জন্য নিজের দল এবং সেই দলের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই 'যুদ্ধ ঘোষণা' করবেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা? তাঁর এই বক্তব্য নিঃসন্দেহে রাজনৈতিক মহলের নজর কেড়েছে।

বাংলার মুখ খবর

Latest News

বাংলায় এবার প্রোইন্ডিয়া স্কুল ফুটসাল ডেভেলপমেন্ট লিগ! কী বললেন উদ্যোক্তারা অকালে ‘মৃত্যুর বিছানায় শুয়ে’, লিভারের রোগ প্রাণ কাড়ল কবি পার্থ প্রতিম মৈত্রের ছেলের অফিসে জাঁকিয়ে বসল মা! শিবপ্রসাদকে ঘোল খাওয়ালেন ‘আমার বস’ রাখি, এল ট্রেলার RCB-র বিরুদ্ধে দল ম্যাচ হারতেই, বেঙ্গালুরুর মদের দোকানে ছুটলেন RR CEO- ভিডিয়ো আগামিকাল মেষ থেতে বৃষ, কার ভাগ্যে কী রয়েছে? রইল ২৬ এপ্রিলের রাশিফল প্রচণ্ড সেলফ কনফিডেন্স না ভয় পান নিজেকে নিয়ে? এই ছবিই বলে দেবে আপনি কেমন ‘খুব দুঃখ হচ্ছে এটা জেনে যে আমার কাশ্মিরী ভাই বোনেদের…’ কাশ্মীরে গেলেন রাহুল ৪ মাস ধরে ‘ওয়ান্টেড’, TMC কাউন্সিলর বাবলা খুনে বিহার থেকে ধৃত অন্যতম অভিযুক্ত করজোড়ে কার্তিকের প্রস্তাব ওড়ালেন কোহলি, ডিকে বলেন, ‘আমি ওর তুলনায় এতই ছোট যে…’ বিস্ফোরণে কাঁপল পাকিস্তান! কেয়েট্টায় পাক ফ্রন্টিয়ার কর্পসের ৪ জন নিহত-Report

Latest bengal News in Bangla

৪ মাস ধরে ‘ওয়ান্টেড’, TMC কাউন্সিলর বাবলা খুনে বিহার থেকে ধৃত অন্যতম অভিযুক্ত ‘পাক জঙ্গিদের মদত করা দালালদেরকেও শেষ করতে হবে’ বার্তা ঝন্টুর পরিবারের আদালতের মধ্যেই আইনজীবীকে মারধর, কল্যাণের বিরুদ্ধে অভিযোগ থানায় বাজল মঙ্গল-শঙ্খ, কাঁসর ঘণ্টা, দিঘার জগন্নাথধামে কলসযাত্রা, দেখুন ভিডিয়ো জঙ্গি হানার আবহে ওয়াকফ নিয়ে মিছিলে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান? বিক্ষোভ BJPর জগন্নাথ মন্দির উদ্বোধনের সম্প্রচার, জেলাগুলিকে নির্দেশ নবান্নের ববিতার নামও যোগ্য় শিক্ষকদের তালিকায়! খবর শুনেই ঘুম ভাঙল এসএসসির, এল বড় নির্দেশ গাড়ির মালিকানা পরিবর্তন না হলেই বিপদে পড়তে পারেন পুরনো মালিকরা, বার্তা পুলিশের উত্তরবঙ্গের আকাশে উড়ল দুটি রাফাল যুদ্ধবিমান পহেলগাঁওয়ের পাল্টা প্রত্যাঘাত হবে? তোলা চেয়ে হুমকি, জঙ্গি আমিরকে এক মাসের মধ্যে হাজির করার নির্দেশ আদালতের

IPL 2025 News in Bangla

RCB-র বিরুদ্ধে দল ম্যাচ হারতেই, বেঙ্গালুরুর মদের দোকানে ছুটলেন RR CEO- ভিডিয়ো করজোড়ে কার্তিকের প্রস্তাব ওড়ালেন কোহলি, ডিকে বলেন, ‘আমি ওর তুলনায় এতই ছোট যে…’ হয়তো পরের বছর IPL-এ খেলতে দেখব না ওকে… ১৪ বছরের বৈভবকে নিয়ে কেন বললেন সেহওয়াগ? KKR টিমে যোগ জম্মু-কাশ্মীরের পেসারের,১৫৭কিমিতে বল করা প্লেয়ার খেলবেন কার জায়গায়? টানা ৩ জেতা ম্যাচ হাতছাড়া! দ্রাবিড় থাকতে কীভাবে এত খারাপ দশা? প্রশ্ন গাভাসকরের Video- ধোনিকে খেপিয়ে দেওয়া সেই আম্পায়ারই আবার ভুল করলেন IPLএ! এবার RCB-RR ম্যাচে বিরাটের কীর্তি রয়েছে মাত্র ১বার! যশস্বী করে দেখালেন ৩বার!বিরল রেকর্ড RR ওপেনারের হাত দিয়ে বল না ধরে, টুপি দিয়ে ফিল্ডিং RCB তারকার! ICCর নিয়ম ভেঙেও কীভাবে বাঁচলেন হেজেলউড ম্যাজিকে অবশেষে চিন্নাস্বামীতে জয় RCBর! পয়েন্ট টেবিলে টপ থ্রিতে বিরাটরা IPL-এ ফের ক্যাচ মিস রিয়ানের! লজ্জার রেকর্ডে সামিল রাজস্থানের অধিনায়ক,খোঁচা সানির

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.