স্কুলগুলিকে ফি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল জেল স্কুল শিক্ষা দফতর। নির্দেশিকায় বলা হয়েছে, কোনও সরকার পোষিত স্কুল পড়ুয়াদের কাছ থেকে অতিরিক্ত ফি নিতে পারবে না। হাওড়া জেলা স্কুল পরিদর্শক সম্প্রতি জেলার সমস্ত স্কুলগুলিকে এই নির্দেশিকা পাঠিয়েছেন। তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, স্কুলের উন্নয়নের খাতে পড়ুয়াদের থেকে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। শুধু তাই নয়, যদি টাকা নিয়ে থাকে তাহলে তা ফিরিয়ে দিতে হবে। কত টাকা স্কুল ফি নিতে হবে সে বিষয়টিও স্পষ্ট করে দেওয়া হয়েছে নির্দেশিকায়।
আরও পড়ুন: এরকম হয় না! মাধ্যমিকের বাংলা প্রশ্ন নিয়ে বললেন শিক্ষক, জানালেন ‘ব্যাকরণটা কঠিন’
জেলা স্কুল পরিদর্শক নির্দেশিকায় জানিয়েছেন, সরকার-পোষিত স্কুলগুলি ২৪০টাকার বেশি ফি পড়ুয়াদের কাছ থেকে নিতে পারবে না। উন্নয়নের জন্যও এর বেশি টাকা নেওয়া যাবে না। আর বেশি টাকা নেওয়ার পর ফিরিয়ে না দেওয়া হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। তার ভিত্তিতে পদক্ষেপ করা হবে। এদিকে, জেলা স্কুল পরিদর্শকের তরফে এই নির্দেশিকা আসতেই বাম সংগঠন এসএফআই দাবি করেছে যে তাদের আন্দোলনের কারণেই এই পদক্ষেপ। এবিষয়ে এসএফআই জেলা নেতৃত্বের দাবি, তারা এনিয়ে কয়েক বছর ধরে আন্দোলন করে আসছে। গত তিন বছর ধরে হাওড়ার স্কুল পরিদর্শককে এনিয়ে তথ্য দেওয়া হচ্ছে। তাদের লাগাতার আন্দোলনের কারণেই হাওড়া জেলায় স্কুলশিক্ষা দফতর এই বিজ্ঞপ্তি জারি করেছে।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল যে হাওড়া জেলায় সরকার পোষিত স্কুলগুলিতে বেশি টাকা নেওয়া হচ্ছে। শিক্ষা দফতরের নিষেধাজ্ঞা সত্ত্বেও বেশি টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। উল্লেখ্য, শিক্ষা দফতর আগেই নির্দেশ দিয়েছিল যে কোনও স্কুল পড়ুয়াদের কাছ থেকে ২৪০ টাকার বেশি ফি নিতে পারবে না। কিন্তু, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে স্কুলগুলি সেই নির্দেশ অমান্য করছে।
জানা যাচ্ছে, গত ৬ ফেব্রুয়ারি হাওড়ার সরকার পোষিত সমস্ত স্কুলের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকাদের এই নির্দেশিকা দেওয়া হয়েছিল। তবে এসএফআই দাবি করেছে, তাদের আন্দোলন চলতেই থাকবে। স্কুলে অনেক শূন্যপদ আছে। দ্রুত সেই শূন্য জায়গা পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের আরও অভিযোগ, অনেক স্কুল তুলে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। এরফলে এই সব স্কুল বন্ধ হয়ে গেলে পড়ুয়াদের ভবিষৎ নষ্ট হয়ে যাবে। এসএফআই এই দাবি নিয়ে আগামী ৮ এপ্রিল হাওড়ার জেলা শাসককে স্মারকলিপি জমা দেবে বলে জানিয়েছে।