নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে সেবাশ্রয় প্রকল্প চালু করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্প কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি বলেন, ব্যক্তিগত উদ্যোগে এই ধরণের প্রচেষ্টায় মানুষের সমস্যার কতটা সমাধান হবে তা বলা মুশকিল।
এদিন বিমানবাবু বলেন, ‘ও ব্যক্তিগত উদ্যোগে একটা করেছে। এর সঙ্গে সরকারের তো কোনও সম্পর্ক নেই। সরকার তার নিজের মতো পরিষেবা দেবে। অভিষেকের চেষ্টাকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু সরকার উদ্যোগ ছাড়া এই ধরণের প্রচেষ্টায় চিকিৎসায় উন্নতি হতে পারে বলে আমি মনে করি না। মানুষের চিকিৎসা সরকারকেই দায়িত্ব নিয়ে করতে হবে। কোনও মানুষ ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে সেই কাজ কতটা করতে পারবে এটা আমার পক্ষে বলা মুশকিল।’
গত ২ ডিসেম্বর ডায়মন্ড হারবারে সেবাশ্রয় প্রকল্পের সূচনা করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের অধীনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় চিকিৎসা ক্যাম্প হবে। সেখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন সাধারণ মানুষ। সেখানে থাকবে বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা। তাও আবার বিনামূল্যে। প্রকল্পের উদ্বোধন করে অভিষেক জানিয়েছিলেন, প্রায় ৩০০ মেডিক্যাল ক্যাম্প হবে। প্রতিটি বিধানসভা এলাকায় ১০ দিন ধরে ক্যাম্প হবে। এক একটি বিধানসভায় ৪০ - ৪৫ ক্যাম্প আয়োজনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
অভিষেকের সেই ক্যাম্প দীর্ঘমেয়াদী ভাবে কতটা ফলপ্রসূ হবে সেই প্রশ্ন তুলে দিলেন তাঁরই দলের নেতা তথা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সঙ্গে প্রশ্ন তুলে দিলেন সরকারি ব্যবস্থার অপ্রতুলতা নিয়েও।