বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > GTA: ‌ঝটিকা সফরে পাহাড়ে আসছেন রাজ্যপাল, একমঞ্চে দেখা হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে

GTA: ‌ঝটিকা সফরে পাহাড়ে আসছেন রাজ্যপাল, একমঞ্চে দেখা হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনখড়। ফাইল ছবি

দার্জিলিংয়ের ম্যালে জিটিএ’‌র নবনির্বাচিত ৪৫ জন সদস্যের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী৷ সেখানে পাহাড়কে নিয়ে তাঁর আগামী দিনের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে দার্জিলিংয়ের পথে দেখা গিয়েছিল নিজে হাতে মোমো বানাতে। এবার তাঁকে দেখা গিয়েছে ফুচকা বানাতে। 

জিটিএ নির্বাচনের পর শপথ হয়ে গিয়েছে। এখন পাহাড়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই আজ, বুধবার সেখানে হাজির হচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের সিইও শপথ অনুষ্ঠানে যোগ দিতে আসছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বাগডোগরা থেকে সড়কপথে দার্জিলিং যাবেন তিনি। আগামী ১৪ জুলাই বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান।

ঠিক কী ঘটতে চলেছে?‌ আগামী ১৪ জুলাই দার্জিলিং রাজভবনে হবে জিটিএ প্রধানের শপথগ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দিতে আজই দার্জিলিং আসছেন রাজ্যপাল। এখন পাহাড়ে রয়েছেন মুখ্যমন্ত্রীও। তিনি ওই দিন অনুষ্ঠান সেরে কলকাতায় ফিরবেন। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, জিটিএ অবৈধ, অনৈতিক। সেখানে স্বয়ং গিয়ে হাজির হচ্ছেন রাজ্যপাল।

কেন হঠাৎ এই সফর?‌ জানা গিয়েছে, রাজ্যপাল প্রটোকল অনুযায়ী ওখানে যাচ্ছেন। এছাড়া জিটিএ নিয়ে পুরো বিষয়টি তিনি বুঝে নিতে চাইছেন। ইতিমধ্যেই উত্তরবঙ্গকে পৃথক জেলা বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলেছে বিজেপি। যার তীব্র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য নেতারা। এই পরিস্থিতিতে জিটিএ নির্বাচন হয়ে সেখানে বোর্ড গঠন বিজেপির আঁতে ঘা লেগেছে। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন, ধান্দাবাজ কোনও নেতার ফাঁদে পা দেবেন না।

উল্লেখ্য, দার্জিলিংয়ের ম্যালে জিটিএ’‌র নবনির্বাচিত ৪৫ জন সদস্যের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী৷ সেখানে পাহাড়কে নিয়ে তাঁর আগামী দিনের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে দার্জিলিংয়ের পথে দেখা গিয়েছিল নিজে হাতে মোমো বানাতে। এবার তাঁকে দেখা গিয়েছে ফুচকা বানাতে। সুতরাং পাহাড়ে তিনি জনসংযোগও করেছেন। তারপরই রাজ্যপালের সফর বেশ তাৎপর্যপূর্ণ।

বন্ধ করুন