মোবাইল ফোন দেখার নাম করে বাড়িতে ডেকে নবম শ্রেণির ছাত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী দাদুর বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো আইনের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে, নবম শ্রেণির ওই ছাত্রী দাদু - দিদার সঙ্গে থাকে। নিজের বাড়িতে স্মার্টফোন না থাকায় প্রতিবেশী দাদুর বাড়িতে ফোন দেখতে যেত সে। অভিযোগ সেই সুযোগে একদিন নাবালিকাকে ধর্ষণ করেন প্রৌঢ়। একই সঙ্গে তার আপত্তিকর ছবি তুলে রাখেন তিনি। সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে নাবালিকাকে লাগাতার ধর্ষণ করতে থাকেন অভিযুক্ত। বুধবারও নাবালিকাকে নিজের বাড়িতে ডেকে ধর্ষণ করেন তিনি। এর পর নাবালিকা সব কথা দিদাকে জানায়। এর পর অভিযোগ জানানো হয় থানায়। পুলিশকর্মীরা গিয়ে বাড়ি থেকে প্রৌঢ়কে গ্রেফতার করেন।
পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনের একাধিক ধারা ছাড়াও ভয় দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন স্থানীয়রা।